
কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর হোয়ানক ইউনিয়নের দুর্গম পাহাড়ী এলাকা কেরুনতলী থেকে দেশীয় তৈরি ১২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব। এসময় ২ সন্ত্রাসিকেও গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (০৫ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে র্যাব ৭ এর একটি দল এই অভিযান চালায়। অভিযানে ধৃত ২ সন্ত্রাসি হলো হোয়ানক ইউনিয়নের কেরুনতলী এলাকার আবদুল মাবুদের ছেলে মো. সেলিম (৩২) ও একই এলাকার মোহাম্মদ জাফরের ছেলে এরশাদ (৩০)। এরা স্থানীয় একটি সন্ত্রাসি গ্রুপ এনাম বাহিনীর সদস্য বলে র্যাব জানিয়েছে।
র্যাব-৭ জানায়, মহেশখালীর গহীন অরণ্যে অস্ত্র মজুদের খবর পেয়ে লেফট্যানেন্ট কমান্ডার ফাহিমুর রহমান ও কোম্পানি অধিনায়ক মেজর রুহুল আমিনের নেতৃত্ব অভিযানটি চালানো হয়। ঘণ্টাব্যাপী এই অভিযানে দেশীয় তৈরি ১২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
অভিযানের বিস্তারিত জানাতে বিকেল ৪টায় র্যাবের কক্সবাজার কোম্পানি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করা হবে বলে জানিয়েছেন কোম্পানি অধিনায়ক মেজর রুহুল আমিন।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।