মহেশখালীর মাতারবাড়ির উত্তর রাজঘাট এলাকায় ইট বর্তি ডাম্পারের চাপায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। বুধবার বেলা ১টার দিকে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা চালকসহ গাড়ি আটক করেছে। নিহত শিশুর নাম তানিম (৭)। সে উত্তর রাজঘাট এলাকার কামাল হোসেনের মেয়ে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।
তথ্যের সত্যতা নিশ্চিত করে মাতারবাড়ি ইউপি চেয়ারম্যান মাস্টার আহমদ উল্লাহ জানান, শিশু তানিম বাড়ির সামনের রাস্তায় হাটছিল। এমন সময় বেপরোয়া গতির ডাম্পারটি তাকে সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হয়ে সে ঘটনাস্থলে মারা যায়। বিক্ষুব্দ জনতা ঘাতক ডাম্পারটি পুকুরে নামিয়ে দিয়েছে। চালক ও হেলপারকে ধরে উত্তম-মধ্যম দিয়ে পুলিশ দিয়েছে। তবে তৎক্ষনাত চালক-হেলপারের নাম জানাতে পারেননি তিনি। তিনি আরো জানান, প্রশাসনিক অনুমতি নিয়ে তানিমকে দাফনের চেষ্টা চলছে।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।