১০ ডিসেম্বর, ২০২৫ | ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৮ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

মহেশখালীতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পুঁইছড়ায় আলী আহামদ (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ওই এলাকার মৃত পেটান আলীর পুত্র। সোমবার ভোরে টাইমবাজারের পূর্বপাশের একটি পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মরদেহের মুখমন্ডল, পায়ের গোড়ালিসহ বিভিন্ন স্থানে ছুরিকাঘাত রয়েছে। মুখের আঘাত দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
নিহতের ভাই খোরশেদ আলম জানান, রোববার সন্ধ্যায় ৭টায় বের হয়ে আর বাড়ি ফেরেননি আলী আহামদ। ভোরের দিকে টাইমবাজারের পূর্বপাশে শফি আলমের স’মিল সংলগ্ন পুকুরপাড়ের তার মরদেহ দেখতে পান পার্শবর্তী বাড়ির বাসিন্দা ইউসুফ। তিনি নিহতের স্বজনদের মরদেহ পড়ে থাকার বিষয়টি জানান।
খোরশেদ আলম আরো জানান, আলী আহামদের সাথে সব সময় সঙ্গ দিতেন পশ্চিম পুঁইছড়া এলাকার বাসিন্দা ফরিদুল আলম প্রকাশ মইন্না নামে এক ব্যক্তি। মরদেহ উদ্ধারের পর লোকজন তাকে জেরা করলে তিনি এ ব্যাপারে কিছু জানেনা বলে জানান। তবে পুলিশের জেরায় রাত আড়াই পর্যন্ত আলী আহামদের সাথে ছিলেন বলে স্বীকার করেন মইন্না।
এ ব্যাপারে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক জানান, কে বা কারা মেরেছে সে ব্যাপারে এখন পর্যন্ত জানা যায়নি। অনুসন্ধান চালানো হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।