২৮ সেপ্টেম্বর, ২০২৫ | ১৩ আশ্বিন, ১৪৩২ | ৫ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন

মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলমের জীবনালেখ্য

মোহাম্মদ শফিউল আলম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি ১৯৫৯ সালে কক্সবাজার জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৯-৮০ সালে বি.এ. ও এলএলবি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮১ সালে ইংরেজিতে এম.এ. পাশ করেন। তিনি যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন প্রশাসন বিষয়ে এম.এস. ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস ১৯৮২ নিয়মিত ব্যাচের একজন সদস্য এবং মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি মাগুরা ও ময়মনসিংহ জেলার জেলাপ্রশাসক ছিলেন। তিনি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (BPATC) Member Directing Staff (MDS) এর দায়িত্ব পালন করেন। তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে, রাজশাহীর বিভাগীয় কমিশনার হিসেবে, যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব হিসেবে, ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান (সচিব) এবং ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এখন তিনি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কর্মরত আছেন। তিনি গত ৩৩ বছর ধরে বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত আছেন। তিনি ’’প্রবেশন’’, “Magistracy and General Administration”, “সরকারি চাকুরির বিধিমালা”, ’’ঠিকানা- বাংলাদেশের আইন, অধ্যাদেশ ও রেগুলেশন নির্দেশিকা’’ বই এর রচয়িতা। তিনি দেশে এবং বিদেশে অনেক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফিনল্যান্ড, স্পেন, ইটালী, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, মায়ানমার, শ্রীলঙ্কা, ভূটান, পাকিস্তান, নেপাল ও ভারত সহ বিভিন্ন দেশ সফর করেন। তিনি একজন পেশাদার প্রশিক্ষক এবং জনকল্যাণমুখী সরকারি কর্মচারী। বাংলাদেশের জনসাধারণকে সার্বিক সেবা করাই তাঁর লক্ষ্য।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।