২১ আগস্ট, ২০২৫ | ৬ ভাদ্র, ১৪৩২ | ২৬ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

ভ্রাম্যমান আদালতের অভিযানে বেহুন্দি জাল জব্দ

 

 

কক্সবাজারে জাটকা সংরক্ষন সপ্তাহ-২০১৭ উপলক্ষে ভ্রাম্যমান আদালতের অভিযানে নিষিদ্ধ বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। ১৬ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে কক্সবাজার মৎস্য অধিদপ্তর ও সদর উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) ড. মঈন উদ্দীন আহমদ, সহকারী কমিশনার ভূমি (সদর) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পংকজ বড়ুয়া ও মৎস্য অধিদপ্তরীয় কর্মকর্তারা অংশগ্রহন করেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) ড. মঈন উদ্দীন আহমদ জানান, জাটকা সংরক্ষন সপ্তাহ-২০১৭ উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচীর অংশ হিসাবে পরিচালিত এ অভিযানের শুরুতে ভ্রাম্যমান আদালতের সদস্যরা শহরের বাহারছড়া বাজারসহ বিভিন্ন হাটবাজার ও নুনিয়াছড়া মৎস্য অবতরনকেন্দ্র পরিদর্শন করেন। কিন্তু এসব স্হানের কোথাও জাটকা ইলিশ বিক্রি হতে দেখা যায়নি। এরপর বাঁকখালী নদী মোহনা ও সাগরের নাজিরারটেক চ্যানেলে চলাচলরত বিভিন্ন ফিশিংবোটের লাইসেন্স ও কাগজপত্র পরীক্ষা করা হয়। এসময় পাঁচটি বড় আকারের বেহুন্দি জাল জব্দ করেন ভ্রাম্যমান আদালত। পরে সকলের উপস্হিতিতে জালগুলো পুড়িয়ে নষ্ট করা হয়। জব্দ ও ধ্বংসকৃত জালের আনুমানিক মূল্য দুই লক্ষ টাকা হবে জানা গেছে। কক্সবাজারস্হ ৯ আনসার ব্যাটালিয়ন সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন বলে জানান মৎস্য কর্মকর্তারা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।