আনছার হোসেনঃ কক্সবাজার শহরের থানার পেছনের সড়কে একটি রেফ্রিজারেটর মেরামতের দোকানে আগুন ক্ষতিগ্রস্থ হয়েছে। দ্রুত দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণ করায় বড় ধরণের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) ভোর সোয়া ৬টার দিকে এই অগ্নিকান্ডের সুত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, মডার্ণ রেফ্রিজারেটর নামের ওই দোকানের ভেতরে থাকা ফ্রিজের গ্যাস থেকে আগুনের সুত্রপাত হতে পারে।
এই অগ্নিকান্ডে পার্শ্ববর্তী দুইটি দোকানেরও সামান্য ক্ষতি হয়েছে। পৌণে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
প্রত্যক্ষদর্শী আ ম ম হারুন উর রশীদ জানান, তিনি অন্যদিনের মতো সকালে হাঁটতে বেরিয়েছিলেন। তখন দেখতে পান থানার পেছন সড়কটির একটি দোকানের ভেতরে আগুন জ্বলছে। দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।