৭ ডিসেম্বর, ২০২৫ | ২২ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৫ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী   ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ

সংবাদ সম্মেলনে নারীর আর্তনাদ

ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের রামু ফতেখারকুল নাথপাড়ার চিলভী বড়ুয়া ওরফে ববি বড়ুয়া নামের এক নারী তার পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।
তার অভিযোগ, এলাকার চিহ্নিত ভূমিদস্যু ও সন্ত্রাসী জিটু বড়ুয়া, রুবেল বড়ুয়া, শিবু বড়ুয়া এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ক্যাডার রিজন বড়ুয়া তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে চাঁদা দাবি করছে।
এ অবস্থায় নিজের ও পরিবারের সদস্যদের প্রাণের নিরাপত্তা চেয়ে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে কক্সবাজারে সংবাদ সম্মেলন করেন ওই নারী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চিলভী বড়ুয়া বলেন, “আমি একজন অসহায় স্ত্রী, নির্যাতিত মা ও নিরাপত্তাহীন নারী। আমার স্বামী খোকন বড়ুয়া ফতেখারকুল ইউনিয়নের নাথপাড়ায় তেমহনী বাজারে একটি ছোট মুদি দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। কিন্তু স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যু ও সন্ত্রাসী চক্র জিটু বড়ুয়া, রুবেল বড়ুয়া, শিবু বড়ুয়া ও ছাত্রলীগ ক্যাডার রিজন বড়ুয়া আমাদের কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। আমরা রাজি না হওয়ায় তারা আমাদের ওপর নির্যাতন শুরু করে।”

তিনি আরও জানান, তার স্বামী বিষয়টি আদালতে তুলে ধরলে (১৪৪ ধারায় মামলা, তারিখ ১৮ ডিসেম্বর ২০২৪) অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে ওঠে। গত ২৪ জুন ২০২৫ তারিখে চারজন মিলে তাঁদের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় ২৬ জুন সি.আর মামলা (নং ৪৩৬/২০২৫) করলেও উল্টো তাদের বিরুদ্ধেই মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

চিলভী বড়ুয়ার অভিযোগ, “তারা প্রকাশ্যে বলছে, ‘তোমাদের মেরে ফেলব, লাশ গুম করে দেব।’ এমনকি আমার সন্তানদের স্কুলে যাওয়ার পথে অপহরণ ও হত্যার হুমকি দিয়েছে। এতে আমার দুই মেয়ে ও দুই পুত্র বিদ্যালয়ে যেতে পারছে না। আমরা বর্তমানে অজ্ঞাত স্থানে মানবেতর জীবনযাপন করছি।”

তিনি আরও বলেন, “অভিযুক্ত রিজন বড়ুয়া নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে আমাদের মানহানি করতে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। অথচ সে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় ক্যাডার ও এলাকার চিহ্নিত সন্ত্রাসী।”
সংবাদ সম্মেলনে চিলভী বড়ুয়া জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার পরিবার ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত, তার স্বামীর দোকানটি পুনরায় খুলে দেওয়ার ব্যবস্থা এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আবেদন জানিয়েছেন।##

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।