৩ নভেম্বর, ২০২৫ | ১৮ কার্তিক, ১৪৩২ | ১১ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

ভারতে তাপদাহে ২ শতাধিক লোকের মৃত্যু

India_thereport24

ভারতের অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গনায় প্রচণ্ড তাপদাহে দুই শতাধিক লোকের মৃত্যু হয়েছে। গত তিনদিনে এসব লোকের মৃত্যু হয়েছে। শনিবার দেশটির গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, দুটি রাজ্যে শুধু শুক্রবার আহত হয়েছেন শতাধিক লোক। এদিন রাজ্য দুটির কোথাও কোথাও তাপমাত্রা ছিল ৪৭ ডিগ্রি সেলসিয়াস। তেলেঙ্গনা রাজ্যের হাসপাতাল সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, প্রতিনিয়ত লোকজন হাসপাতালে ছুটছেন। অন্যদিকে, অন্ধ্রপ্রদেশ সরকার প্রত্যেক জেলায় জরুরি মেডিকেল টিম প্রস্তুত রেখেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা লোকজনকে দিনের বেলা বাইরে ঘোরাফেরা না করতে সতর্ক করেছেন। একান্তই যেতে হলে মাথায় ছায়ার ব্যবস্থা করার কথা বলা হয়েছে।

ভারতের আবহাওয়া বিভাগ চলমান তাপমাত্রাকে ভয়াবহ উল্লেখ করে বলেছে, আরও তিনদিন তাপমাত্রা বাড়তে পারে। এমনকি এ বছর তাপমাত্রা অতীতের রেকর্ড ছাড়াতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া বিভাগের কর্মকর্তারা।

উল্লিখিত দুটি রাজ্যে এ পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০০২ সালের ১১ মে। ওইদিনের তাপমাত্রা ছিল ৪৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে ওই সময় সর্বোচ্চ তাপমাত্রা থাকলেও চলতি বছর সবচেয়ে বেশি লোকের মৃতের ঘটনা ঘটল।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।