২৮ ডিসেম্বর, ২০২৫ | ১৩ পৌষ, ১৪৩২ | ৭ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা

ভারত থেকে সুস্থ হয়ে দেশে ফিরেছেন আহমদ শফী

হেফাযত ইসলামের আমির শাহ আহমদ শফী ভারত থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফিরেছেন। তিনি ৪ জুলাই শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে জেড এয়ারওয়েজের একটি বিমানে হযরত শাহজালাল বিমানবন্দরে আসেন।

তিনি রাত সাড়ে ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছায় বলে তার প্রেস সচিব মুনির আহমেদ জানিয়েছেন। তিনি বলেন, ‘বড় হুজুর হেফাজ সুস্থ হয়ে ফিরেছেন’।

গত ২২ জুলাই ভারতে যান ৯৫ বছর বয়সী শফী। শফীর দুই ছেলে মাওলানা মোহাম্মদ আনাস মাদানী ও মাওলানা মোহাম্মদ ইউসুফ তার সঙ্গে ছিলেন।

এর আগে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। ১৯ মে শুক্রবার চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে তাকে ভারতে পাঠানো হয়।

উল্লেখ্য, ৯৬ বছর বয়সী আল্লামা শাহ আহমদ শফী উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত। এর আগেও তিনি নানা রোগে আক্রান্ত হয়ে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এমন কি তার উন্নত চিকিৎসার জন্য বিদেশেও নিয়ে যাওয়া হয়েছিল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।