২ অক্টোবর, ২০২৫ | ১৭ আশ্বিন, ১৪৩২ | ৯ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন

বড় মহেশখালী ও কালামারছড়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিতদের শপথ গ্রহণ

বড় মহেশখালী ও কালামারছড়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১২ জুন মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ আলী হোসেন দুই চেয়ারম্যান ও মহেশখালীর নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ১০ সাধারণ সদস্য এবং ৩ সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ বাক্য পাঠ করান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজি মোঃ আবদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আলী হোসেন বলেন, মহেশখালী একটি গুরুত্বপূর্ণ উপজেলা। এখানে সরকারের মেগা প্রকল্পের কাজ চলছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে মহেশখালীর সাথে কক্সবাজারের চেহারা পাল্টে যাবে। তাই সকলের উচিত প্রকল্প সমূহ বাস্তবায়নে সহযোগিতা করা। জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণ অনেক প্রত্যাশা নিয়ে আপনাদের ভোট দিয়েছে। তাই জনকল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে একসাথে কাজ করতে হবে। বড় মহেশখালী ও কালারমারছড়ার যে বদনাম রয়েছে তা ঘুচাতে জনপ্রতিনিধিদের নিরলস ভূমিকা রাখতে হবে।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের আবদুল্লাহ আল মামুন, বড় মহেশখালীর নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব এনায়েত উল্লাহ বাবুল, ১ নং ওয়ার্ড থেকে নির্বাচিত সাধারণ সদস্য মোঃ আমিন, কালামারছড়ার নব নির্বাচিত চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ, ১নং ওয়ার্ডের নব নির্বাচিত সাধারণ সদস্য লিয়াকত আলী, ২ নং ওয়ার্ডের সাধারণ সদস্য আকতারুজ্জামান বাবু, ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য মৌলানা আবুল কাশেম, ৪নং ওয়ার্ডের সাধারণ সদস্য মোস্তাক আহমদ, ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য ইয়াছিন আরাফাত, ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্য মোঃ শরীফুল ইসলাম, ৭নং ওয়ার্ডের সাধারণ সদস্য মোজাম্মেল হক, ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য মোঃ শরীফুল আলম, ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য আমির হোসেন, ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য খাদিজা বেগম, ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য নয়ন মনি ও ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা সদস্য মনোয়ারা বেগম। উল্লেখ্য গত ২২ মার্চ কালামারছড়া ইউনিয়ন ও বড় মহেশখালীর চেয়ারম্যান এবং ১নং ওয়ার্ডের স্থগিত হওয়া নির্বাচন গত ২৩ মে অনুষ্ঠিত হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।