৯ সেপ্টেম্বর, ২০২৫ | ২৫ ভাদ্র, ১৪৩২ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!

বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়

বৌদ্ধ সম্প্রদায়ের লোকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার বৌদ্ধদের বৃহত্তম ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে বঙ্গভবনে তিনি তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ঐতিহ্য সমুন্নত রেখে জাতীয় উন্নয়নে যথাযথ ভূমিকা পালনে দল, মত এবং ধর্মীয় বিশ্বাস নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের লোক নিজ নিজ ধর্ম এবং রীতি-নীতি স্বাধীনভাবে পালন করে আসছে।’

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, ‘আদর্শ ঐতিহ্য সমুন্নত রেখে এবং লর্ড বুদ্ধর অমর আদর্শ ধারণ করে দেশের সার্বিক উন্নয়নে বৌদ্ধ সম্প্রদায় তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবেন।’

হামিদ বলেন, শান্তি ও সম্প্রীতির বিশ্ব নির্মাণে বুদ্ধ আজীবন সমতা ও বন্ধুত্বের বাণী প্রচার করে গেছেন। তিনি বলেন, গৌতম বুদ্ধ তাঁর বাণীতে বলেছেন, ‘অহিংসাই প্রকৃত ধর্ম’, যা আজও সমাজের জন্য প্রযোজ্য।

রাষ্ট্রপতি বলেন, ‘আমি বিশ্বাস করি সামাজিক অবক্ষয় রোধে বুদ্ধের আদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং এই অশান্ত ও অসহিষ্ণু বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে পারে।’ ধর্ম জনগণের বিশ্বাস এ কথা উল্লেখ করে তিনি বলেন, সব ধর্মের মূল কথাই হচ্ছে মানবতার কল্যাণ।

ধর্ম-বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, বৌদ্ধ ধর্মীয় নেতা উপ সংখরাজ সত্যপ্রিয় মহাথেরো, সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া এবং আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, চীন, শ্রীলঙ্কা, মিয়ানমার, উত্তর কোরিয়া, ভিয়েতনাম এবং থাইল্যান্ডসহ বিভিন্ন বৌদ্ধ ধর্মাবলম্বী দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারবৃন্দ, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং বৌদ্ধ সম্প্রদায়ের পেশাজীবীরা এ সংবর্ধনায় যোগ দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।