২ মে, ২০২৫ | ১৯ বৈশাখ, ১৪৩২ | ৩ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন

বৃহত্তর ঈদগাঁও সমিতি’র অফিস উদ্বোধন

কক্সবাজার শহরে বসবাসরত বৃহত্তর ঈদগাঁওবাসীর সংগঠন ‘বৃহত্তর ঈদগাঁও সমিতি’র অফিস উদ্বোধন হয়েছে। সোমবার (২ জানুয়ারী) সন্ধ্যায় শহরের ফায়ার সার্ভিস এর সামনে কাশেম প্লাজার দুই তলায় সমিতির অস্থায়ী অফিসটি ফিতা ও কেক কেটে উদ্বোধন করেন সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যরা। অফিস উদ্বোধনের পর সমিতির উন্নতি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির আহবায়ক প্রফেসর জাফর আহমদ, সদস্য কৃষিবিদ আবুল কালাম, ইঞ্জিনিয়ার ছৈয়দ নুর ফরাজি, অধ্যাপক সাইফুল ইসলাম, এডভোকেট সলিম উল্লাহ বাহাদুর, মোহাম্মদ তৈয়ব, মাস্টার আবদুল কাদের, এডভোকেট সরওয়ার কামাল, মো. ইদ্রিস কায়সার, মনজুর আলম, বেলাল আহমেদ, জহিরুল ইসলাম, সরওয়ার রোমন, শহীদুল হক ও ইমাম খাইর।
এর আগের দিন (১ জানুয়ারী) সদস্য সংগ্রহ ও গঠনতন্ত্র চূড়ান্ত করাসহ বেশ কিছু বিষয়ে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। প্রফেসর জাফর আহমদের সভাপতিত্বে ওই সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে গঠনতন্ত্র চূড়ান্ত অনুমোদন লাভ করে। এ সভায় কক্সবাজার শহরে অবস্থানকারী বৃহত্তর ঈদগাঁও (ইসলামপুর, পোকখালী, ইসলামাবাদ, ঈদগাঁও, জালালাবাদ ও চৌফলদন্ডি) এলাকার বাসিন্দাদের মধ্যে আগ্রহীদের সদস্যভুক্তির বিষয়ে সিদ্ধান্ত হয়। আগ্রহীদের আগামী ১৫ জানুয়ারীর মধ্যে নি¤েœাক্ত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করেছেন প্রফেসর জাফর আহমদ।
ঠিকানা: (১) অস্থায়ী অফিস কাশেম প্লাজা, ফায়ার সার্ভিস রোড, পৌরসভা, কক্সবাজার। (২) সাজ্জাদ ইলেকট্রিক, বাজারঘাটা, পৌরসভা, কক্সবাজার। (৩) অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির কার্যালয়, ২২১ কালেক্টরেট ভবন, জেলা প্রশাসক ভবন। (৪) শহীদ এন্টারপ্রাইজ, কালুর দোকান, প্রধান সড়ক, পৌরসভা, কক্সবাজার।
মোবাইল নং: ০১৮১৯-১০৮১৬০, ০১৮১৮-১৪১৯৩১, ০১৮৪০-৪২০১০৫, ০১৮১৭-৭৯৯৫৫৬।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।