২২ আগস্ট, ২০২৫ | ৭ ভাদ্র, ১৪৩২ | ২৭ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

বৃহত্তর ঈদগাঁও সমিতি’র অফিস উদ্বোধন

কক্সবাজার শহরে বসবাসরত বৃহত্তর ঈদগাঁওবাসীর সংগঠন ‘বৃহত্তর ঈদগাঁও সমিতি’র অফিস উদ্বোধন হয়েছে। সোমবার (২ জানুয়ারী) সন্ধ্যায় শহরের ফায়ার সার্ভিস এর সামনে কাশেম প্লাজার দুই তলায় সমিতির অস্থায়ী অফিসটি ফিতা ও কেক কেটে উদ্বোধন করেন সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যরা। অফিস উদ্বোধনের পর সমিতির উন্নতি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির আহবায়ক প্রফেসর জাফর আহমদ, সদস্য কৃষিবিদ আবুল কালাম, ইঞ্জিনিয়ার ছৈয়দ নুর ফরাজি, অধ্যাপক সাইফুল ইসলাম, এডভোকেট সলিম উল্লাহ বাহাদুর, মোহাম্মদ তৈয়ব, মাস্টার আবদুল কাদের, এডভোকেট সরওয়ার কামাল, মো. ইদ্রিস কায়সার, মনজুর আলম, বেলাল আহমেদ, জহিরুল ইসলাম, সরওয়ার রোমন, শহীদুল হক ও ইমাম খাইর।
এর আগের দিন (১ জানুয়ারী) সদস্য সংগ্রহ ও গঠনতন্ত্র চূড়ান্ত করাসহ বেশ কিছু বিষয়ে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। প্রফেসর জাফর আহমদের সভাপতিত্বে ওই সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে গঠনতন্ত্র চূড়ান্ত অনুমোদন লাভ করে। এ সভায় কক্সবাজার শহরে অবস্থানকারী বৃহত্তর ঈদগাঁও (ইসলামপুর, পোকখালী, ইসলামাবাদ, ঈদগাঁও, জালালাবাদ ও চৌফলদন্ডি) এলাকার বাসিন্দাদের মধ্যে আগ্রহীদের সদস্যভুক্তির বিষয়ে সিদ্ধান্ত হয়। আগ্রহীদের আগামী ১৫ জানুয়ারীর মধ্যে নি¤েœাক্ত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করেছেন প্রফেসর জাফর আহমদ।
ঠিকানা: (১) অস্থায়ী অফিস কাশেম প্লাজা, ফায়ার সার্ভিস রোড, পৌরসভা, কক্সবাজার। (২) সাজ্জাদ ইলেকট্রিক, বাজারঘাটা, পৌরসভা, কক্সবাজার। (৩) অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির কার্যালয়, ২২১ কালেক্টরেট ভবন, জেলা প্রশাসক ভবন। (৪) শহীদ এন্টারপ্রাইজ, কালুর দোকান, প্রধান সড়ক, পৌরসভা, কক্সবাজার।
মোবাইল নং: ০১৮১৯-১০৮১৬০, ০১৮১৮-১৪১৯৩১, ০১৮৪০-৪২০১০৫, ০১৮১৭-৭৯৯৫৫৬।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।