১৩ সেপ্টেম্বর, ২০২৫ | ২৯ ভাদ্র, ১৪৩২ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

বিএনপির রাজনীতি জন্ডিসে আক্রান্ত: নৌ-পরিবহন মন্ত্রী

নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপি জনগনের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন, নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।

শুক্রবার দুপুরে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ‘বিএনপির রাজনীতি জন্ডিসে আক্রান্ত। জন্ডিস একটি সংক্রামক রোগ। তাই দেশবাসীকে বিএনপি-জামায়াত থেকে সাবধান থাকতে হবে। জন্ডিসের রোগী যেমন সব কিছু হলুদ দেখে, তেমনি বিএনপিও আওয়ামী লীগের সব কার্যক্রম ভুল দেখছে। তারা যেন জনগণকে বিভ্রান্ত না করতে পারে, সংক্রমণ ছড়াতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।’

তিনি বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, ‘বিভ্রান্তি ছড়াবেন না। কোনো লাভ হবে না। বহু বিভ্রান্তি ছড়িয়েছেন, আর নয়।’

মন্ত্রী শাজাহান খান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের গণতন্ত্রে এগিয়ে যাচ্ছে দেশ। বাংলাদেশ আজ নিম্ন-মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। ২০৪১ সালের মধ্যে আমরাও উন্নত দেশে পরিণত হবে। সেই লক্ষ্য অর্জনে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করেছেন নির্বাচন কমিশনার নিয়োগের জন্য। তাদের সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশনার নিয়োগ হবে। সরকারি প্রতিষ্ঠানে সরকারই লোক নিয়োগ দিয়ে থাকে। সেখানে তো বিএনপির নিয়োগ দেওয়ার সুযোগ নেই। ফলে সার্চ কমিটির সদস্যদের নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সভাপতি একেএমএ হানিফ, অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুল হক ও অতিরিক্ত পুলিশ সুপার শহীদ মোহাম্মদ আবু সরোয়ার। সময়টিভি

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।