১০ নভেম্বর, ২০২৫ | ২৫ কার্তিক, ১৪৩২ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

বিএনপির ‘টপ টু বটম’ নেতাদের পদত্যাগ চান কাদের


ঈদে বাড়ি ফেরা মানুষরা যানজটে ভুগেছে- এই অভিযোগ তুলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পদত্যাগ চেয়েছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। আর এই দাবির জবাবে বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে নিচু সারির সব নেতাদেরই পদত্যাগ চেয়েছেন কাদের।
রবিবার দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সড়ক মন্ত্রী বলেন, ‘আট বছরে আট মিনিটের জন্যও দলটি আন্দোলন করতে পারেনি। এখনও কোন ইস্যু খোঁজে পাচ্ছে না। বরং আন্দোলনে ব্যর্থতার জন্য, তাদের টপ টু বটম নেতাদের পদত্যাগ করা উচিত’।
শনিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে রিজভী দাবি করেন, ঈদে বাড়ি ফেরা মানুষরা দুঃসহ যানজটে কষ্ট পেয়েছে। তিনি বলেন, ‘আমি মনে করি ঈদে জনদুর্ভোগের জন্য দায়ী প্রধানত যোগাযোগমন্ত্রীর এবং তার পদত্যাগ করা উচিত।’
বিএনপির এই দাবির বিষয়ে জানতে চাইলে সড়ক মন্ত্রী বলেন, ‘অনেক চেষ্টা তদবির করে বিএনপি আন্দোলনের কোন ইস্যূ না পেয়ে এখন হতাশ। হতাশা থেকে আবোল তাবোল বলছে। সারাদেশ ঈদযাত্রায় দূর্ভোগ, ভোগান্তি অনেক কম, তারপরও রাস্তায় ধীরগতি হলেও যানজট নেই। কিন্তু তারা এখন কল্পিত ভোগান্তির রূপকথার কাহিনি বলে বেড়াচ্ছে।’
কাদের বলেন, ‘আমাদের টিমওয়ার্কের কারণেই যানজট হয়নি। এর জন্য আমি প্রধানমন্ত্রীকেও ক্রেডিট দেব। কারণ, তিনি অবিরাম মনিটর করেছেন। মন্ত্রণালয়, সড়ক ও জনপথ, আইন-শৃঙ্খলা বাহিনী, পরিবহন মালিক-শ্রমিকরা সবাই যার যার দায়িত্ব পালন করেছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘এবার যানজট, দূর্ভোগ অন্যান্য বছরের চেয়েও কম হয়েছে। তারপরও যারা কিছুটা হলেও দুর্ভোগে পড়েছেন যন্ত্রণা সয়েছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’
অতীতে কী ত্রুটি থাকার কারণে সড়কে যানজট হতো- এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘ইতিপূর্বে ইঞ্জিনিয়ারিং সমস্যা ছিলো। আবার বৃষ্টির কারণে সড়কে যানজট হতো। এবারও বৃষ্টি হলে এখন ঈদযাত্রা যতটুকু স্বস্তিদায়ক হতো তা বিঘ্নিত হতো, পরিস্থিত মোকাবেলা আমাদের জন্য কষ্টকর হতো। এ জন্য আল্লাহর কাছেও শুকরিয়া জ্ঞাপন করেছি।’
ফিরতি ঈদ যাত্রায় মহাসড়কে ভোগান্তি হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আসার সময়ও কোন সমস্যা হবে না। এমন নিশ্চয়তা আমি সবাইকে দিচ্ছি। আসার সময়ও আমাদের লোকজন রাস্তায় থাকবে এবং মন্ত্রী ওবায়দুল কাদেরও রাস্তায় থাকবে।’
এবার ঈদে মহাসড়কে ফিটনেটবিহীন গাড়ি আগের চেয়েও কম চলেছে বলেও দাবি করেন সড়ক মন্ত্রী। বলেন, ‘আগামীবার আরও কম চলবে।’

সূত্র- ঢাকা টাইমস

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।