সাত নভেম্বর উপলক্ষে সমাবেশের অনুমতি নিয়ে অনিশ্চয়তার মুখে মঙ্গলবার দুপুরে নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডেকেছে বিএনপি।
মঙ্গলবার বেলা ১২টায় এ সংবাদ সম্মেলনের কথা সাংবাদিকদের জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।
এ ছাড়া সম্মেলনে দেশের চলমান পরিস্থিতিতে দলীয় অবস্থানও তুলে ধরা হবে বলে জানান শায়রুল কবির খান।
এর আগে সাত নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চাইলেও পুলিশের পক্ষ থেকে সাড়া পায়নি দলটি। পরে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে আট নভেম্বর এই সমাবেশের অনুমতি চাইলেও এখন পর্যন্ত কোন তা দেয়া হয়নি। সোমবার নয় নভেম্বর হলেও সমাবেশর অনুমতি দেয়ার আহবান জানান দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
			
									
			
					 ২০২১ ফেব্রুয়ারি ০৮  ০৮:৩১:১১ 
					
					 ২০২০ জুলাই ২৮  ০৬:০২:৪৫ 
					
					 ২০২০ জুন ২৭  ১১:১৮:৫৪ 
					
					 ২০২০ জুন ২২  ১২:৫৩:২৯ 
					
					 ২০২০ মে ২৯  ০৫:৫৩:৩৫ 
					
					 ২০২০ মে ০৯  ০১:০৫:২৩ 
					
					 ২০২০ মে ০৭  ০৫:০৩:৩০ 
					
					 ২০২০ মে ০৫  ১১:৫৩:৩৯ 
					
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।