১৬ ডিসেম্বর, ২০২৫ | ১ পৌষ, ১৪৩২ | ২৪ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের

‘বিএনপি না আসলেও প্রধানমন্ত্রীর অধীনেই নির্বাচন হবে’

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহম্মদ নাসিম বলেছেন, বিএনপি না আসলেও বর্তমান সংবিধানের আলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে। আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে জাতীয় সমাজ তান্ত্রিক দল (জাসদ) আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোহম্মদ নাসিম বলেন, ১৪ দল ও আওয়ামী লীগের পক্ষ থেকে একটা কথা পরিষ্কার বলতে চাই- সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে। এখন যে যত স্লোগান দিক না কেন, এর কোনো অর্থ আমাদের কাছে নেই। কোনোভাবে এ ব্যাপারে কোনো আপস করা হবে না। বিন্দুমাত্র আপস করার কোনো সুযোগ নেই।

শেখ হাসিনাই নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন উল্লেখ করে তিনি বলেন, কে নির্বাচনে আসল, কে আসল না-এ নিয়ে আমরা চিন্তা করি না। হুমকি দিয়ে কোনো লাভ হবে না। জনগণ গতবার যেভাবে ভোট দিয়েছিলো, এবারও সেভাবে ভোট দেবে।

হাসানুল হক ইনুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টি (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহদাত হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম, বাসদের রেজাউর রশীদ, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার প্রমুখ।

সভাপতির বক্তব্যে হাসানুল হক ইনু বলেন, জঙ্গি দমনের যুদ্ধ চলছে এবং যুদ্ধটা আমরা এখনো সম্পন্ন করতে পারিনি। যুদ্ধটা আমরা আগেই শেষ করতে পারতাম যদি জঙ্গির দোসর বিএনপি-জামায়াত চক্র এবং খালেদা জিয়া জঙ্গিদের প্রকাশ্যে সমর্থন না দিতেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।