১৬ ডিসেম্বর, ২০২৫ | ১ পৌষ, ১৪৩২ | ২৪ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন

বাড়ির আঙ্গিনায় ডাস্পার জব্দ” শীর্ষক সংবাদের সোলতান মাহমুদ চৌধুরীর প্রতিবাদ

অদ্য ২২/০৪/২০২০ইং ডিবিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম, দৈনিক সমুদ্র কণ্ঠ ও চ্যানেল কক্স ডটকম নামে তিনটি নিউজ পোর্টালে “উখিয়া বিএনপির সাঃ সম্পাদকের বাড়ীর আঙ্গিনা থেকে মাটি ভর্তি ডাম্পার জব্দ” মালিক পলাতক” শীর্ষক নিউজটি আমার দৃষ্টি গোচর হয়েছে। প্রকৃত ঘটনা হচ্ছে আমার বাড়ির পাশে নির্মাণাধীন একটি কাজের জন্য একটি ডাম্পার বালি পরিবহন করছিল। বর্তমানে সারাদেশে করোনার মহামারীতে গাড়ী চলাচল বন্ধ থাকায় উপজেলা নির্বাহী অফিসারের গাড়ি দেখে চালক ভয়ে ডাম্পার গাড়িটি আমার আঙ্গিনায় রেখে পালিয়ে যায়। উপজেলা নির্বাহী অফিসার মহোদয় কাজের বালি ভর্তি ডাম্পারটি থানায় নিয়ে যায়। অথচ উপরে উল্লেখিত নিউজ পোর্টাল গুলোতে আমার বাড়ী আঙ্গিনা থেকে পাহাড়ের মাটি ভর্তি ডাম্পার আটক এবং আমি ও আমার চাচা জালিয়াপালং ইউপি চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরীকে জড়িয়ে মিথ্যা, ভিত্তিহীন সংবাদ প্রচার করা হয়েছে। বর্তমানে জব্দকৃত ডাম্পার উখিয়া থানা পুলিশের কাছে কাজের বালিসহ হেফাজতে আছে। তাই উক্ত ডাস্পারে পাহাড়ের মাটি নাকি কাজের বালি তা সচক্ষে দেখলে বোঝা যাবে৷ তাই উক্ত ডাম্পারে পাহাড়ের মাটি নাকি কাজের বালি ভর্তি আছর তা সচক্ষে থানায় গিয়ে দেখলে বোঝা যাবে। আমি উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমি বর্তমানে এই মহামারী দুর্যোগে অসহায় কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ নিয়ে ব্যস্ত আছি, যা সকলেই অবগত আছেন। আমি ও আমার পরিবারের জনপ্রিয়তা এবং রাজনৈতিক গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াসে স্থানীয় কিছু বিতর্কিত, কুচক্রী মহল সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে মানহানী ও বিভ্রান্ত সংবাদ পরিবেশন করতে সহযোগিতা করছে। সাংবাদিক বন্ধুগণ আমি এবং আমার চাচা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরীর কোন বক্তব্য ও মতামত না নিয়ে সংবাদ পরিবেশন করাটা উদ্যেশ্য প্রণোদিত এবং মানহানিকর। আমার মতে সাংবাদিক বন্ধুদের উচিত যারা জনগণের সেবায় নিয়োজিত তাদের বিষয়ে সংবাদ পরিবেশন করার আগে যাচাই করা দরকার বলে মনে করছি৷

এই মিথ্যা সংবাদে প্রশাসন, উখিয়া উপজেলার জনগণ ও আমার দলীয় নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।

##
প্রতিবাদকারী:
সোলতান মাহমুদ চৌধুরী
সাবেক উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)
উখিয়া উপজেলা পরিষদ।
সাধারণ সম্পাদক
বিএনপি, উখিয়া উপজেলা শাখা, কক্সবাজার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।