১৬ ডিসেম্বর, ২০২৫ | ১ পৌষ, ১৪৩২ | ২৪ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন

বাসটার্মিনাল লারপাড়া থেকে ইয়াবাসহ আটক ৩


কক্সবাজার বাসটার্মিনালস্থ পশ্চিম লারপাড়া থেকে তিন হাজার ইয়াবাসহ তিন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। বুধবার বিকালে বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, পশ্চিম লারপাড়ার আবুল হোসেনের পুত্র ইমাম হোসেন (৪০), তার ভাই শাহজাহান (৪২) ও ইমাম হোসেনের স্ত্রী নূর খাতুন (৩৫)। ডিবি ওসি এএস থোয়াই বিষয়টি নিশ্চিত করেছেন।
এএস থোয়াই জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি উপ-পরিদর্শক (এসআই) মহসিন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুমনের নেতৃত্বে অভিযান চালিয়ে বাড়ি থেকে তিন ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের দেয়া স্বাকারোক্তি মতে বাড়ি তল্লাশী করে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবি ওসি এএস থোয়াই বলেন, ‘আটককৃতদের পুরো পরিবার ইয়াবা ব্যবসার সাথে জড়িত। তারা বিভিন্ন এজেন্টের মাধ্যমে ইয়াবা এনে তা আবার বিভিন্ন স্থানে সরবরাহ করে। তাদের সিন্ডিকেটে আরো কয়েকজন জড়িত রয়েছে। তাদেরকে খোঁজা হচ্ছে।’ আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়ে ওসি জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।