
কক্সবাজার বাসটার্মিনালস্থ পশ্চিম লারপাড়া থেকে তিন হাজার ইয়াবাসহ তিন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। বুধবার বিকালে বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, পশ্চিম লারপাড়ার আবুল হোসেনের পুত্র ইমাম হোসেন (৪০), তার ভাই শাহজাহান (৪২) ও ইমাম হোসেনের স্ত্রী নূর খাতুন (৩৫)। ডিবি ওসি এএস থোয়াই বিষয়টি নিশ্চিত করেছেন।
এএস থোয়াই জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি উপ-পরিদর্শক (এসআই) মহসিন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুমনের নেতৃত্বে অভিযান চালিয়ে বাড়ি থেকে তিন ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের দেয়া স্বাকারোক্তি মতে বাড়ি তল্লাশী করে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবি ওসি এএস থোয়াই বলেন, ‘আটককৃতদের পুরো পরিবার ইয়াবা ব্যবসার সাথে জড়িত। তারা বিভিন্ন এজেন্টের মাধ্যমে ইয়াবা এনে তা আবার বিভিন্ন স্থানে সরবরাহ করে। তাদের সিন্ডিকেটে আরো কয়েকজন জড়িত রয়েছে। তাদেরকে খোঁজা হচ্ছে।’ আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়ে ওসি জানিয়েছেন।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।