৬ অক্টোবর, ২০২৫ | ২১ আশ্বিন, ১৪৩২ | ১৩ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন

বাস খাদে, ৫৪ পরীক্ষার্থী অক্ষত

কক্সবাজারের চকরিয়া-বদরখালী-মহেশখালী সড়কের ইলিশিয়া এলাকায় দাখিল পরীক্ষার্থীদের বহনকারী একটি বাস খালে পড়ে গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক উদ্ধার হওয়ায় ওই গাড়িতে থাকা ৫৪ জন পরীক্ষার্থীর সবাই অক্ষত আছে। প্রাথমিক শেষে পরীক্ষায় অংশ নিয়েছে তারা। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চকরিয়া উপজেলার ঢেমুশিয়া মোহছেনিয়া মাদ্রাসার ৫৪ জন পরীক্ষার্থী একটি বাসে করে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছি। পথিমধ্যে ইলিশিয়া এলাকায় পৌঁছলে সড়ক দেবে গিয়ে পার্শবর্তী ঘেরের খালে পড়ে যায় বাসটি। অদূরে ঘেরে কর্মরত মাটি কাটার শ্রমিকসহ স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে পরীক্ষার্থীদের উদ্ধার কার্যক্রম শুরু করে। সাথে সাথে উদ্ধার কার্যক্রমে অংশ নেন পুলিশ ও ফায়ার সার্ভিস টিম। দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করা যাওয়ায় প্রাণহানিসহ বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেলো পরীক্ষা। তবে ৫৪ পরীক্ষার্থীর মধ্যে ১৬ জন হালকা আহত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে পরীক্ষায় অংশ গ্রহণ করানো হয়েছে।


চকরিয়ায় উপজেলা চেয়ারম্যান জাফর আলম, নির্বাহী কর্মকর্তা শাহেদুল ইসলাম ও চকরিয়া থানার ওসি জহিরুল ইসলাম সাথে সাথে ঘটনাস্থলে যান। তারা উদ্ধার কার্যক্রম তদারকি করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেদ ইসলাম বলেন, ৫৪ পরীক্ষার্থীর ১৬জন হালকাভাবে আঘাত প্রাপ্ত হয়েছে। প্রাথমিক দিয়ে তাদেরকে পরীক্ষা দিতে পাঠানো হয়েছে। তাদের যাবতীয় বিষয়াদি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।