বান্দরবানে মনজয়পাড়া থেকে আগ্নেয়াস্ত্রসহ ৩ যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আটক করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপপরিদর্শক অজয় দেব শীলের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের মনজয়পাড়া থেকে ৩ যুবককে আটক করে।
আটকরা হলেন লাথু মং মারমা (২৩), উসাইমং (২২), মং শৈ থুই (২২)।
তাদের কাছ থেকে ১টি এলজি রাইফেল ও গুলিসহ সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় আটকদের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই অজয় দেব শীল জানান, দীর্ঘদিন ধরে তারা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।