১৯ জানুয়ারি, ২০২৬ | ৫ মাঘ, ১৪৩২ | ২৯ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

বাড়বে বিড়ি-সিগারেটের দাম

বিড়ি-সিগারেটসহ তামাকজাত দ্রব্যের ওপর নতুন অর্থবছরের (২০১৯-২০) প্রস্তাবিত বাজেটে সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে বিড়ি-সিগারেটসহ তামাকজাত পণ্যের দাম বাড়বে।

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিড়ি-সিগারেটসহ তামাকজাত দ্রব্যের ওপর সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ফলে বিড়ি-সিগারেটসহ তামাকজাত পণ্যের দাম বাড়বে।
বৃহস্পতিবার (১৩ জুন) জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করার সময় এ কথা জানানো হয়। বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সময় অসুস্থ হয়ে পড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পিকারের অনুমতিক্রমে বাজেট ঘোষণা করছেন।
প্রস্তাবিত এই বাজেটে বাজারের প্রচলিত সর্বনিন্ম স্তরের ১০ শলাকা সিগারেটের দাম ৩৭ টাকা এবং ৫৫ শতাংশ শুল্ক, মধ্যম স্তরের সিগারেটের ১০ শলাকা ৬৩ টাকা এবং ৬৫ শতাংশ শুল্ক এবং উচ্চ স্তরের ১০ শলাকা ৯৩ টাকা ও ১২৩ টাকা এবং ৬৫ শতাংশ হারে শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া হাতে তৈরি ফিল্টার বিহীন বিড়ির ২৫ শলাকার দাম ১৪ টাকা এবং ৩৫ শতাংশ শুল্ক, ফিল্টারযুক্ত ২০ শলাকার দাম ১৭ টাকা এবং ৪০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।
অন্যদিকে জর্দা ও গুলের ব্যবহার কমাতে ১০ গ্রাম জর্দা ৩০ টাকা এবং ৫০ শতাংশ শুল্ক এবং ১০ গ্রাম গুলের দাম ১৫ টাকা এবং ৫০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।