২১ আগস্ট, ২০২৫ | ৬ ভাদ্র, ১৪৩২ | ২৬ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

বাকশালী শাসন কায়েমের পথে এগিয়ে যাচ্ছে আওয়ামীলীগ -জেলা ছাত্রদলের সভাপতি

jcd-cox-pic_1
জেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল হক রাসেল বলেছেন, আওয়ামীলীগ কখনোই ভিন্নমত সহ্য করতে পারে না। তারা ভিন্ন মোড়কে পুরনো কায়দায় বাকশালী শাসন কায়েমের পথে এগিয়ে যাচ্ছে। যেমন তারা ১৯৭২-৭৫ সালে একদলীয় বাকশাল কায়েম করেছিল। এমতাবস্থায় সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার বিকল্প নেই।
সোমবার (৩১ অক্টোবর) ছাত্রদলের বিভিন্ন শাখার নেতাকর্মীরা সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এসব বলেন।
বর্তমান পরিস্থিতি নেতাকর্মীদের সামনে তুলে ধরে রাশেদুল হক রাসেল বলেন, আমরা এক কঠিনতম সঙ্কট অতিক্রম করছি। ধৈর্য্য ও বিচক্ষণতার সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। ফ্যাসিবাদী এই সরকারের বিরুদ্ধে গ্রামে গঞ্জে ব্যাপক জনমত গড়ে তুলতে হবে।
তিনি মনে করেন, সরকারের ভবিষ্যৎ অন্ধকার। দেশের ভেতরে বাইরে বন্ধু বলতে আওয়ামীলীগের নেই। এটি আওয়ামীলীগ নিজেরাই টের পেয়েছে। গায়ের জোরে তারা সরকার চালাচ্ছে। এ অবস্থা বেশী দিন টেকসই করবেনা। গণতন্ত্র রক্ষায় নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এই সরকারের কবর রচনা করতে হবে। তাহলেই দেশ বাঁচবে, মানবতা রক্ষা পাবে। এসময় তিনি সকল পরিস্থিতিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহবান জানান।
সাক্ষাতকালে উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের সহ-সভাপতি জাহেদুল হক জাহেদ, যুগ্ম-সম্পাদক শামসুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হল শাখার যুগ্ম-আহবায়ক ওসমান গণি, জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক আশরাফ ইমরান, দপ্তর সম্পাদক ফয়সাল মোশারফ ফয়েজ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আকতার নূর, আইন বিষয়ক সম্পাদক রেজাউল হক, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রানা, সহ-গণশিক্ষা সম্পাদক বেদারুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক সাদ্দাম হোসেন, সদস্য রফিকুল ইসলাম।
বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- শাহাদাত হোসেন, মেহেদী হাসান, শাহীনুল ইসলাম বাবু, মো. হোসেন, বাবুল মনসুর, নুরুল আলম বাদশা, আবু হেনা, মোসলেম উদ্দিন, মিজানুর রহমান, মো. সোহেল, ওমর ফারুক, শাহরিয়ার রহমান, সাইফুল্লাহ খালেদ প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।