২৩ ডিসেম্বর, ২০২৫ | ৮ পৌষ, ১৪৩২ | ২ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান

বাইশারীতে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়নের আনুষ্ঠানিক উদ্বোধন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন-২০১৭ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
২৮ জুলাই শুক্রবার বেলা ১২টার সময় বাইশারী বাজার চত্বরে সদস্য সংগ্রহ ও নবায়ন উপলক্ষে এক সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার বিএনপির নব গঠিত কমিটির সভাপতি মিসেস মাম্যাচিং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোঃ ওসমান গনি, জেলা বিএনপির সহ-সভাপতি আবদুল মাবুদ, নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ রেজা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার সহ জেলার নেতৃবৃন্দরা।
বাইশারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি আবু সুফিয়ান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি নুরুল আবছার সোহেল, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নুর কারবারী, বিএনপি নেতা ও সৌদি প্রবাসী মোঃ আবুল কালাম, ইউপি সদস্য আবু তাহের, ইউনিয়ন যুবদলের সভাপতি জসিম উদ্দিন, শ্রমিক দল সভাপতি সব্বির আহাম্মদ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ, ছাত্রদল সভাপতি মুফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ সহ নেতৃবৃন্দরা।
বেলা ১২ টার সময় সদ্য ঘোষিত নব কমিটির সভাপতি মিসেস মাম্যাচিং মার্মা বাইশারীতে আগমণে স্থানীয় বিএনপি, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মীরা মোটর সাইকেল বহর নিয়ে এবং ফুলের তোঁড়া দিয়ে স্বাগত জানান। এছাড়া পৃথকভাবে যুবদল সভাপতি জসিম উদ্দিন ও ছাত্রদলের সভাপতি মুফিজুর রহমানের নেতৃত্বে এক বিশাল মিছিল নিয়ে জেলা বিএনপির নব গঠিত কমিটির নেতৃবৃন্দদের স্বাগত জানান। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনে শত শত লোকজন উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা কমিটির সভাপতি মিসেস মাম্যাচিং মার্মা উপস্থিত নেতাকর্মীদের মাঝে বলেন, এখন আর দ্বিধা বিভক্তির সময় নেই। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের মত বিরোধ ভূলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান। এর পরপরই তিনি দলীয় নেতাকর্মীদের মাঝে সদস্য সংগ্রহ ও নবায়নের ফরম বিতরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষনা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।