২০ ডিসেম্বর, ২০২৫ | ৫ পৌষ, ১৪৩২ | ২৮ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল

বাইশারীতে পুরুস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক পরিচালিত সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ অনুষ্ঠান ০১ মার্চ বুধবার সকাল ১০ টায় বাইশারী শাহ্ নুরুদ্দীন দাখিল মাদ্রাসার হল রুমে সম্পন্ন হয়েছে। প্রতিযোগীতায় বিজয়ী ৩১ জন শিক্ষার্থীকে পুরুস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের নাইক্ষ্যংছড়ি উপজেলা ব্যবস্থাপক একেএম রেজাউল হক বলেন, শিশুদের মেধা বিকাশে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক আয়োজিত কুইজ প্রতিযোগীতার মাধ্যমে বাল্য বিবাহ, শিশু শ্রম, শিশুদের শারিরীক ও মানসিক শাস্তি প্রদান করলে ক্ষতিকারক বিষয় গুলো যাতে শিক্ষার্থীরা জানতে পারে, সেজন্য ভবিষ্যতে আরো বৃহৎ ভাবে কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হবে।
মাদ্রাসা ছাত্র হাফেজ কেফায়ত উল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা সুপার মাওলানা নুরুল হাকিম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের নাইক্ষ্যংছড়ি উপজেলা ব্যবস্থাপক একেএম রেজাউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য বান্দরবান জেলা পরিষদের সহকারী প্রকৌশলী অপু বড়ুয়া, সাবেক মাদ্রাসা সভাপতি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের ক্রীড়া ও পাঠাগার সম্পাদক মো: আব্দুর রশিদ, সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের নাইক্ষ্যংছড়ি উপজেলা সহকারী ব্যবস্থাপক আব্দুর রহমান প্রমুখ।
প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর শিশু বিবাহ, শিশু শ্রম, শিশুর শারীরিক ও মানসিক শাস্তি সম্পর্কিত, সামাজিক মূল্যবোধ পরিবর্তনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিদ্যালয় পর্যায়ে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় সর্ব মোট ৬৭ জন শিক্ষার্থী অংশগ্রহন করে উত্তীর্ণ হয় ৩১ জন শিক্ষার্থী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।