১০ নভেম্বর, ২০২৫ | ২৫ কার্তিক, ১৪৩২ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

বাইশারীতে কম্বল বিতরণ অনুষ্ঠানে ইউএনও সরোয়ার কামাল

নাইক্ষ্যংছড়ি উপজেলার ২নং বাইশারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শীতার্থ গরীব-অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ১৯ জানুয়ারী বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানীর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যদিয়ে কম্বল বিতরণ করা হয়।
আল-নজির ফাউন্ডেশনের অর্থায়নে বাইশারী ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার এস,এম সরোয়ার কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-নজির ফাইন্ডেশনের নির্বাহী পরিচালক আলহাজ্ব মাওলানা মাহমুদুল হাছান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব শাহ সিরাজুর রহমান সজল, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জলিলুর রহমান, পরিষদ সচিব আবু হানিফ রাজু, বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব কামাল হোছাইন, ইউপি সদস্য নুরুল আজিম, আবু তাহের, আনোয়ার ছাদেক, সাহাব উদ্দিন, আবুল হোসেন, আব্দুর রহিম, মহিলা ইউপি মেম্বার সাবেকুন্নাহার, সেলিনা আক্তার বেবি প্রমুখ।
কম্বল বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার এস,এম সরোয়ার কামাল উপস্থিত লোকজনের মাঝে বলেন, সরকারের পাশাপাশি আল-নজির ফাউন্ডেশন গরীব-অসহায় দুস্থদের মাঝে হাঁড় কাঁপানো শীত থেকে বাঁচার জন্য কম্বল বিতরণ করায় তাদেরকে ধন্যবাদ। তিনি আরো বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। তিনি সকল বিত্তবানদের অসহায় শীতার্ত মানুষের পাশে আর্ত্বমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
আল-নজির ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাওলানা মাহমুদুল হাছান বলেন, আত্মমানবতার সেবায় জাতি-ধর্ম নির্বিশেষে তারা দীর্ঘ ১০ বছর যাবত কক্সবাজার জেলার প্রত্যন্ত অঞ্চলে অসহায় দরিদ্র জনগোষ্ঠির মাঝে কল্যাণমূলক কাজ, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ, নগদ অর্থ সহায়তা, অসহায়দের চিকিৎসা সেবা, গরীব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও নগদ অর্থ প্রদান, শীত বস্ত্র বিতরণ, ঈদ উৎসবে শাড়ি ও লুঙ্গি বিতরণ, অসহায় নারীদের সেলাই প্রশিক্ষনের মাধ্যমে সেলাই মিশিন বিতরণ, মুক্তিযোদ্ধাদের আংশিক ভাতা প্রদান সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিয়োজিত রয়েছেন। তিনি উক্ত ফাউন্ডেশনে প্রধান পরিচালক ডঃ আল্লামা হারুন আজিজীর জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন। যাহাতে আগামী দিনেও এ ধরনের সাহায্য সহযোগিতা অব্যাহত থাকে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।