১৪ সেপ্টেম্বর, ২০২৫ | ৩০ ভাদ্র, ১৪৩২ | ২১ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

বাইশারী-ঈদগড় সড়কে তুচ্ছ ঘটনায় মিনিবাস চলাচল বন্ধ

নাইক্ষ্যংছড়ি উপজেলার বৃহত্তর বাইশারী থেকে ঈদগড়-ঈদগাঁও সড়কে “হিল লাইন” নামক মিনিবাস চলাচল তুচ্ছ ঘটনা নিয়ে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। যার কারণে চরম দূর্ভোগ পড়েছে সাধারন যাত্রীরা। দীর্ঘদিন থেকে হিললাইন নামক মিনিবাস বাইশারী ইউনিয়নের অন্তত ২০ হাজার মানুষকে যাত্রী সেবার নাম দিয়ে জিম্মি রয়েছে।
জানা গেছে, গত ২৯ এপ্রিল সন্ধ্যা থেকে এ মিনিবাসটি বাইশারী-ঈদগড় সড়ক থেকে বন্ধ রয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দীর্ঘদিন থেকে হিল লাইন নামক মিনিবাস গুলো বাইশারী বাজারের প্রধান সড়কে বন্ধ থাকা দোকানের সামনে পার্কিং করে যাত্রী উঠা-নামা করে আসছিল। কিন্তু পরবর্তী উক্ত বন্ধ দোকান গুলো ব্যবসা প্রতিষ্ঠান হিসাবে চালু হওয়ার ফলে দোকান মালিকরা যাত্রী উঠা-নামা করতে মৌখিক ভাবে বাঁধা প্রদান করে। এতে হিল লাইন নামক মিনিবাসের চালক, হেলপাররা দোকান মালিকদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এ ঘটনায় দোকান মালিকদের পক্ষ থেকে বাইশারী বাজার ব্যবসায়ী সমিতির কাছে তাদের ব্যবসার সমস্যার কথা উল্লেখ করে মৌখিক অভিযোগ করেন। তারই সুত্র ধরে বাইশারী বাজার সভাপতি হিললাইন কর্তৃপক্ষকে তাদের নিজস্ব একটি অফিস ব্যবহারের পরামর্শ দেন। এতে ক্ষিপ্ত হয়ে হিল লাইন মিনিবাস কর্তৃপক্ষ বাইশারী সড়ক থেকে তাদের গাড়ি গুলো ঈদগড়ে স্থানান্তর করে।
এ ব্যাপারে বাইশারী বাজার পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মূলত হিললাইন কর্তৃপক্ষ কোন ঘোষনা ছাড়াই গাড়ি চলাচল বন্ধ করে দেয়। তবে এ নিয়ে সারাদিন বৈঠকের পর বৈঠক করে হিল লাইন কর্তৃপক্ষ এবং দোকান মালিকদের সাথে সমঝোতা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।