
টি আই সোহেল, রামু
একটি প্রাণের মূল্য কি মাত্র ১ লক্ষ ২০ হাজার টাকা?
যে টাকার অভাবে থমকে আছে একটি তাজা প্রাণ!
মুছে যেতে পারে নিষ্পাপ ছোট্ট দু’জন বাচ্ছার আগামীর সম্ভাবনা!
অন্ধকারাচ্ছন্ন হয়ে যেতে পারে একটি খেটে খাওয়া শ্রমিক পরিবারের জীবনধারা!
চুরমার হয়ে যেতে পারে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অসহায় দরিদ্র ছৈয়দ মিয়ার পরিবারের!
বলছিলাম কক্সবাজারের রামুর খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ার দিঘি পূর্ব পাড়ার দিনমজুর মিষ্টি ভাষী অসহায় ছৈয়দ মিয়ার কথা!
প্রায় ২ বছর ধরে যে রোগটিতে ভুগতে ভুগতে এখনো পর্যন্ত কোনরকম বেঁচে আছেন শরীরের কিডমিতে প্রায় ৩০ টিরও মতো পাথর নিয়ে!
প্রায় ১ টি বছর ধরে পারছেন না শ্রমিকের কাজ করতে!
পারছেন না কিছু একটা করে খেতে!
পারছেন না ভালোমতো দুমুঠো খাবার মুখে নিতে!
পারছেন না স্ত্রী-সন্তানদের অভাব অনটন দূর করতে!
তার ওপর আবার বৈশ্বিক করোনার থাবা!
এতেই যেন সে আরো লণ্ডভণ্ড!
পরিবারে তার অবর্তমানে নেই কেউ একটা টাকাও উপার্জন করার!
প্রতিবেশীদের দেওয়া নিয়ে আর কয়দিন বা সে চলবেন?
আর কয়দিন বা এভাবে অপারেশন করাতে না পেরে সেই ছোট্ট কুড়ে ঘরে তিলেতিলে মরবেন?
শরীরে পাথর জমে প্রায় অকার্যকর ও নিঃস্ব হয়ে উঠেছে এই অসহায় ছৈয়দ মিয়া!
চিকিৎসক জানিয়েছেন সময়মতো অপারেশন করানো না গেলে হয়তো নিভে যেতে পারে তার জীবন আয়ু!
লাঠি ভর করে কোন রকম হাঁটাচলা করেন সে!
তবুও প্রভুর সান্নিধ্য লাভে তিনি এক পা-ও পিছপা হননি!
প্রতিনিয়ত পাঁচ ওয়াক্ত নামাজ তিনি যেভাবেই পারেন আদায় করেন সবার আগেই।
এই কিছু টাকার জন্য কি নেভে যাবে একটি জীবন প্রদীপ?
অসহায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছৈয়দ মিয়া সমাজের বিত্তশালী,দানশীল,জনপ্রতিনিধি,সমাজসেবক,সরকার সহ সবার কাছে তার অপারেশনের জন্য সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
ছৈয়দ মিয়ার জন্য সাহায্য-সহযোগিতা পাঠানোর ঠিকানা:
01632-816714,
01814-473623
(বিকাশ ও নগদ পার্সোনাল)
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।