২৩ ডিসেম্বর, ২০২৫ | ৮ পৌষ, ১৪৩২ | ২ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান

বরাবরের ন্যায় চট্টগ্রাম জেলার শ্রেষ্ট ওসি নির্বাচিত হলেন লোহাগাড়া থানার মোঃ শাহজাহান

বরাবরের ন্যায় ভাল কাজের স্বীকৃতি স্বরুপ চট্টগ্রাম জেলার শ্রেষ্ট ওসি নির্বাচিত হয়েছেন লোহাগাড়ার সর্বস্তরের প্রিয় মানুষ,লোহাগাড়া থানার সুৃযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম(বার)।গত ২৭ জুলাই সকালে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ সভায় কৃতিত্বপূর্ণ কাজের জন্য লোহাগাড়া থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান পিপিএম(বার) কে পুরুস্কার প্রদান করছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জনাব নুরেআলম মিনা(পিপিএম)। এ সময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দরা উপস্হিত ছিলেন।চট্টগ্রাম জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ হওয়ার বিষয়টি তিনি উক্ত প্রতিনিধিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য,আইন শৃঙ্কলার উন্নয়ন,মাদক দ্রব্য দমন ও নিয়ন্ত্রণ, চুরি ডাকাতি ও সন্ত্রাসী ও চাঁদাবাজ বন্ধে অপরাধ দমনে অতন্ত্র প্রহরীর ভূমিকা রাখায় বরাবরের ন্যায় জেলার শ্রেষ্ট অফিসার হিসেবে লোহাগাড়া থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার) কে নির্বাচিত করা হয়েছে বলে সুত্রে জানা গেছে। লোহাগাড়া খানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম(বার) বলেন,দীর্ঘদিন থেকে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ হিসেবে মাদক,চোরাচালান, সন্ত্রাস ও চাঁদাবাজি সহ আইন শৃঙ্কলার ব্যাপক উন্নয়নে আমার অধিনস্হ অফিসারগণদের সাথে নিয়ে সীমান্তের অতন্ত্র প্রহরীর মত আত্ন ত্যাগে নিয়োজিত থাকায় বারংবারের ন্যায় জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জের এই কৃতিত্ব অর্জন।আমি আমার এই অর্জন লোহাগাড়ার আপামর জনসাধারণকে উৎসর্গ করলাম।লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম(বার) জেলার শ্রেষ্ট অফিসার নির্বাচিত হওয়ায় লোহাগাড়াবাসীর পক্ষ থেকে তাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।