১ মে, ২০২৫ | ১৮ বৈশাখ, ১৪৩২ | ২ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির থাইংখালী সার্ভিস সেন্টারের ৬ষ্ঠ পিএফটি মিটিং অনুষ্ঠিত

আলাউদ্দিন, উখিয়া :

উখিয়া উপজেলার পালংখালীতে বেসরকারি উন্নয়ন সংস্থা বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির থাইংখালী সাব সার্ভিস সেন্টারের ষষ্ঠতম প্রজেক্ট ফ্যাসিলেশন টিম (পিএফটি) মিটিং অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ জুন) বেলা ১০টায় থাইংখালী সার্ভিস সেন্টারে এ মিটিং অনুষ্ঠিত হয়।

ইউএনএইচসিআর-এর সহায়তায় রোহিঙ্গা ও স্থানীয় পুরুষ, নারী ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে স্বাস্থ্যবিষয়ক সেবা প্রদান করে আসছে ‘বন্ধু’।

বিশেষ করে স্বাস্থ্যশিক্ষা ও সচেতনতা বৃদ্ধি (যৌন ও প্রজনন স্বাস্থ্য, এইচআইভি, এইডস, এসটিআই), সাধারণ রোগ ও যৌনবাহিত রোগের চিকিৎসাসেবা প্রদান, এইচআইভি পরীক্ষা ও কাউন্সিলিং, মানসিক স্বাস্থ্যসেবা; বিনামূল্যে ওষুধ, কনডম ও লুব্রিকেন্ট প্রদান; জেন্ডার বেসড ভায়োলেন্স প্রতিরোধে সহায়তা, স্তন ক্যান্সার পরীক্ষা; প্রেগন্যান্সি, ডায়াবেটিস, এসটিআই টেস্ট করাসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরি ও গুরুত্বপূর্ণ সেবা প্রদান করে থাকে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি।

মিটিংয়ে ‘বন্ধু’র হয়ে পরিচালনা, উপস্থাপনা ও আলোচনা করেন যথাক্রমে এস.এ ফারজানা আক্তার পিয়া (জিবিভি কেইস ওয়ার্কার), সরওয়ার মোরশেদ আরিফ (সার্ভিস সেন্টার ম্যানেজার) ও মো. সোহেল রানা (টিম লিডার, প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস)।

এ সময় তারা বিগত দিনের কার্যক্রম উত্থাপন করেন এবং এর অগ্রগতি নিয়ে উন্মুক্ত আলোচনায় অংশ নেন।

পিএফটি মিটিংয়ে স্থানীয় ইউপি সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, আইনজীবী, সাংবাদিক, ভিটার মালিক, ব্যবসায়ী, ধর্মীয় নেতা, এনজিওকর্মী, কমিউনিটি লিডারসহ সমাজের সুশীল শ্রেণির লোকজন উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।