১৩ সেপ্টেম্বর, ২০২৫ | ২৯ ভাদ্র, ১৪৩২ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

বনবিভাগের অভিযান; কক্সবাজারে ২৫ একর বনভুমি উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:

ফলজ চারা লাগিয়ে বনভুমি জবর দখলের চেষ্টাকারী একটি চক্রের হাত থেকে কক্সবাজারের প্রায় ২৫ একর বনভূমি উদ্ধার করেছে বনবিভাগ। মঙ্গলবার (১৪ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে কক্সবাজার রেঞ্জের চেইন্দা বিটের চেইন্দা মৌজার ওই বনভূমি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা।
স্থানীয় ও বনবিভাগ সূত্র জানায়, চেইন্দা মৌজার প্যরিতক্ত বনভুমিতে স্থানীয় একটি মহল ফলজ চারা ও আনারস বাগান করার চেষ্টা করছিল। এই কারণে স্থানীয় গোষ্ঠীটি বনভূমি পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে নানা জাতের ফলজ চারা রোপন করে।
এবিষয়ে দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সারওয়ার আলম বলেন, বনবিভাগের অনুমতি ছাড়া একটি মহল সরকারী বনভূমিতে বিভিন্ন প্রজাতির ফলজ চারা রোপনের মাধ্যমে বনভুমি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছিল। এব্যাপারে স্থানীয় বিট কর্মকর্তা একাধিক বার বাঁধা প্রদান করে। কিন্তু গোষ্ঠীটি বাঁধা মানেনি। এই কারনে মঙ্গলবার দিনব্যাপী অভিযান চালিয়ে জবরদখলের আওতায় থাকা বনভুমি উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, জবরদখল উচ্ছেদ পূর্বক সামাজিক বনায়নের আওতায় আনার জন্য সরকারি ভাবে নার্সারী করা হয়েছে। সেখানে ২০২২-২৩ অর্থ বছরেব প্রস্তাবিত বাগানের সাইনবোর্ড দেয়া হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।