১৩ অক্টোবর, ২০২৫ | ২৮ আশ্বিন, ১৪৩২ | ২০ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”

বড় বাজার জামে মসজিদ পরিচালনা কমিটি ও মুসল্লিদের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ


কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষে চেয়ারম্যান লেঃ কর্ণেল (অবঃ) ফোরকান আহমদ বলেছেন, এখন অনেকেই নাম পাওয়ার জন্য দান করছে। কিন্তু তা আল্লাহপাকের দরবারে কবুল হবে না। এক হাতে দান করলে অন্য হাত জানতে পারবে না, এমন ভাবে আল্লাহ ওয়াস্তে দান-খয়রাত করতে হবে। তীব্র শীতে অসহায় মানুষের পাশে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। এতে অন্যরাও অনুপ্রাণিত হবে। ২২ জানুয়ারী সকালে বড় বাজার জামে মসজিদ কমপ্লেক্স পরিচালনা কমিটি ও মুসল্লিদের যৌথ উদ্যোগে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। বড় বাজার মসজিদ কমপ্লেক্স পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব ফরিদ আহমদ চৌধুরীরর সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মাওলানা আব্দুল গফুরের সঞ্চালনায় অনুষ্ঠিথ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কক্সবাজার প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, পরিচালনা কমিটির সদস্য, সাবেক কমিশনার আবু জাফর সিদ্দিকী ও কক্সবাজার দোকান কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন সদস্য ফিরোজ আহমদ ওসমান ও মাহমুদুল হক কোম্পানী। বক্তারা বলেন, মসজিদ থেকেই মহানবী (সা.) যাবতীয় সমাজ ও রাষ্ট্র পরিচালনার কাজ করতেন। তাই এই ধারা অব্যাহত রাখতে হবে। ভাল কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। বিশৃঙ্খলাকারীদের প্রতিহত করে সমাজে প্রতিষ্ঠা করতে হবে শান্তি। অনুষ্ঠান শেষে ৩শ’ শীতার্থ ছিন্নমূল মানুষের মাঝে কম্বল, চাদর ও গরম কাপড় বিতরণ করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।