৪ মে, ২০২৫ | ২১ বৈশাখ, ১৪৩২ | ৫ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১

ফ্লোরিডায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদকঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ফ্লোরিডা ষ্টেট বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে পম্পে পার্কে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোল্লা ফজলুর রহমান। এসময় তিনি বলেন, ১০জানুয়ারি বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্ন বাংলাদেশে প্রথম পদারর্পনের দিন। বাংলাদেশের যত বিজয় এসেছে সব আওয়ামী লীগের হাত ধরে এসেছে। তাই বিজয়ের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর আসনে বসাতে হবে।
ফ্লোরিডা ষ্টেট বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রকৌশলি ইকরামুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল্লাহ চৌধুরী লেবুর প্রানবন্ত সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য দেন- ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ শাহীন মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য দেন- ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিব উদ্দীন, সহসভাপতি কুদরত এ খুদা, ইকবাল গনি চৌধুরী, সরকার হারুন, নাফিস জুয়েল, ইমতিয়াজ হাসান, রানা খান, লিটন খান, বুলবুল চৌধুরী, সহসাধারণ সম্পাদক ফারুক আহমদ, সালমা রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, আনোয়ার খান দিপু, আকরাম হোসেন, নাঈম খান দাদন, আবু নাসের, টেম্পা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেপচুন পাটোয়ারী, বঙ্গবন্ধু পরিষদের সহসভাপতি আনোয়ার হোসেন চৌধুরী, যুগ্মসাধারণ সম্পাদক মাজেদুল হক আদর, ষ্টেট যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খান, মহিলা নেত্রী রুবি আওলাদ, চেমন উদ্দিন, জেমি খান, ইরিন খান প্রমূখ। বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি করেন সালমা রহমান মিনু।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।