১১ সেপ্টেম্বর, ২০২৫ | ২৭ ভাদ্র, ১৪৩২ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

ফ্লোরিডায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদকঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ফ্লোরিডা ষ্টেট বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে পম্পে পার্কে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোল্লা ফজলুর রহমান। এসময় তিনি বলেন, ১০জানুয়ারি বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্ন বাংলাদেশে প্রথম পদারর্পনের দিন। বাংলাদেশের যত বিজয় এসেছে সব আওয়ামী লীগের হাত ধরে এসেছে। তাই বিজয়ের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর আসনে বসাতে হবে।
ফ্লোরিডা ষ্টেট বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রকৌশলি ইকরামুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল্লাহ চৌধুরী লেবুর প্রানবন্ত সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য দেন- ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ শাহীন মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য দেন- ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিব উদ্দীন, সহসভাপতি কুদরত এ খুদা, ইকবাল গনি চৌধুরী, সরকার হারুন, নাফিস জুয়েল, ইমতিয়াজ হাসান, রানা খান, লিটন খান, বুলবুল চৌধুরী, সহসাধারণ সম্পাদক ফারুক আহমদ, সালমা রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, আনোয়ার খান দিপু, আকরাম হোসেন, নাঈম খান দাদন, আবু নাসের, টেম্পা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেপচুন পাটোয়ারী, বঙ্গবন্ধু পরিষদের সহসভাপতি আনোয়ার হোসেন চৌধুরী, যুগ্মসাধারণ সম্পাদক মাজেদুল হক আদর, ষ্টেট যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খান, মহিলা নেত্রী রুবি আওলাদ, চেমন উদ্দিন, জেমি খান, ইরিন খান প্রমূখ। বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি করেন সালমা রহমান মিনু।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।