২৪ ডিসেম্বর, ২০২৫ | ৯ পৌষ, ১৪৩২ | ৩ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান

ফাশিয়াখালীতে মেম্বারের কোদালের কুপে নারী নিহত


লামা উপজেলার ফাশিয়াখালী ইউনিয়নে ১ নং ওয়ার্ড মেম্বার নাছির উদ্দীনের কোদালের কুপের আঘাতে এক নারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রায় ৮ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২ টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত শাহিদা বেগম (৫৫) ইউনিয়নের ১ নং ওয়ার্ড সাপের ঘারা গ্রামের মনুর আলমের স্ত্রী। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছে নিহতের পুত্র মো: জাহাঙ্গীর আলম (৩৫)। তাকে গুরুত্বর আহত অবস্থায় চকরিয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের পুত্র জাহাঙ্গীর আলমের অভিযোগ, গত সোমবার বিকেলে বসত ভিটার গাছ কাটাকে কেন্দ্র করে ১ নং ওয়ার্ড মেম্বার নাছির উদ্দিনের নেতৃত্বে স্থানীয় শফি আলম প্রকাশ পুতু, এজাহার মিয়া, শাহাব উদ্দিন, নুর বকসু, ইউছুপ জালাল, জামাল উদ্দিনসহ অস্ত্রধারী ৭/৮ জনের সন্ত্রাসীরা জাহাঙ্গীরকে গতিরোধ করে। এসময় তারা গাছ কাটা মামলা তুলে নেয়ার জন্য চাপ সৃষ্টি করেন। জাহাঙ্গীর একপর্যায়ে তাদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। কিছু বুঝে উঠার আগেই নাছির মেম্বার তার উপর দা, কোদাল, ও লাটিসোটা নিয়ে মারধর করেন। তার শোর চিৎকারে তার মা শাহিদা বেগম এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকে কোদাল দিয়ে পেটে আঘাত করেন। এসময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা দ্রুত স্থান ত্যাগ করেন। পরে পরিবারের লোকজন গুরুত্বর আহত অবস্থায় শাহিদা বেগমকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা সরকারী হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে ঐদিন রাতেই তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ৮দিন চিকিৎসাধিন থাকার পর মঙ্গলবার রাত সাড়ে ১২ টার সময় তার মৃত্যু হয়। প্রশাসনিক প্রক্রিয় শেষে একই দিন রাতে তাকে দাফন করা হয়েছে। এ ঘটনায় লামা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নিহতের পুত্র জাহাঙ্গীর আলম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।