৪ অক্টোবর, ২০২৫ | ১৯ আশ্বিন, ১৪৩২ | ১১ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন

প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্রে পরিণত হবে: এমপি সাফিয়া

গতকাল ৪ঠা মে বিকাল ৪ ঘটিকার সময় খুরুশকুল কুলিয়া পাড়া মাঠে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কক্সবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত আগামীকাল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কক্সবাজার আগমনকে সফল ও সার্থক করার জন্য প্রস্তুতি মূলক নারী সমাবেশে সভাপতিত্ব করেন কক্সবাজার নারী জাগরণের অগ্রদূত কক্সবাজার মহিলা আওয়ামীলীগের বিপ্লবী সভানেত্রী জনাবা কানিজ ফাতেমা আহমেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাফিয়া খাতুন সাবেক এমপি সভানেত্রী বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ। তিনি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আগামী ৬ই মে কক্সবাজার আসবেন। তার জনসভাকে জনসমুদ্রে পরিণত করার জন্য নারীদের প্রতি উদ্বার্থ আহবান জানান। তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী নারীদের ক্ষমতায়নের জন্য যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন। সর্বক্ষেত্রে নারীকে অগ্রাধিকার দিয়ে নারীদেরকে সমান মর্যাদা দিয়েছেন। পাশাপাশি তিনি যে উন্নয়নের অগ্রগতি দেশে চলমান রেখেছেন তার ধারাবাহিকতা বজায় রাখার জন্য আগামী ৬ই মে ২০১৭ইং এর সমাবেশে দলে দলে যোগ দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মান দেওয়ার জন্য আহবান করেন। মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজারবাসীকে সারাজীবন দু’হাত ভরে দিয়েছেন। যেমন- বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, মেরিন ড্রাইভ রোড, আন্তর্জাতিক এয়ারপোর্ট, রেল লাইন, শেখ কামাল আন্তর্জাতিক ষ্টেডিয়াম, সেনা নিবাস, এল এন জি টার্মিনাল ও ঐতিহাসিক মেরিন ড্রাইভ রোড নির্মাণ করেছেন। প্রধানমন্ত্রী আজীবন মানুষের জন্য কাজ করে যেতে চাই। আগামী ৬ই মে এই মহান সফল প্রধানমন্ত্রীকে আপনারা কাছ থেকে দেখতে পাবেন। আমার বিশ্বাস আপনাদের উপস্থিতিতে জনসভা জনসমুদ্রে পরিণত হবে।
উক্ত অনুষ্টানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ১৯৭০ সাল থেকে নির্বাচিত সাবেক তিন তিনবার সংসদ সদস্য কক্সবাজারের লাখো মানুষের যোগ্যতম প্রতিনিধি বর্তমান কক্সবাজার জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান জননন্দিত জননেতা জনাব খাঁন বাহাদুর মোস্তাক আহমেদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শিরিন রোকসানা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদিকা বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি, শিখা চক্রবর্তী শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি, দিলরুবা জাহান শেলী সদস্য কার্য নির্বাহী সংসদ বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি, দিুলুয়ারা ইউসুফ সভানেত্রী উত্তর জেলা মহিলা আওয়ামীলীগ চট্টগ্রাম, আশরাফ জাহান কাজল সদস্য কক্সবাজার জেলা পরিষদ, জসিম উদ্দিন চেয়ারম্যান খুরুশকুল ইউনিয়ন পরিষদ, সালেহা শিরিন বানু সহ সভাপতি কক্সবাজার জেলা মহিলা আওয়ামীলীগ, অধ্যাপক মোহাম্মদ এছারুল করিম কার্যনির্বাহী সদস্য কক্সবাজার সদর আওয়ামীলীগ, রফিক আহমদ সহ সভাপতি জেলা কৃষকলীগ, সাঈদুল করিম সভাপতি ছাত্রলীগ খুরুশকুল ইউনিয়ন, বশির আহমদ বিশিষ্ট সমাজ সেবক, আবুল হোসেন সমাজ সেবক, মোহাম্মদ আজিম, ছকিনা আক্তার এম ইউ পি, খতিজা আক্তার এম ইউ পি, সাজেদা বেগম এম ইউ পি, মোহাম্মদ মোস্তাক সমাজ সেবক, রওশন আরা সভানেত্রী শ্রমিকলীগ জেলা মহিলা আওয়ামীলীগ, সোনা বিবি সাধারণ সম্পাদিকা শ্রমিকলীগ কক্সবাজার জেলা মহিলা আওয়ামীলীগ, মাষ্টার মনছুর আলম, শাহেনা আক্তার কাজল মহিলা আওয়ামীলীগ নেত্রী, রুবি রুদ্র সভাপতি সুখের ঠিকানা মহিলা সমবায় নারী উন্নয়ন সংস্থা, অনিকা দাশ, শাহিনা আক্তার সভাপতি উপমা সমবায় সমিতি লিঃ, জাকির হোসেন অরণ্যা প্রভা দে সাবেক এম ইউ পি আরো উপস্থিত ছিলেন খুরুশকুল ইউনিয়নের মহিলা নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ। উক্ত প্রস্তুতি মূলক নারী সভা উপস্থাপনা করেন বাবু সঞ্জিত শর্মা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।