১৯ অক্টোবর, ২০২৫ | ৩ কার্তিক, ১৪৩২ | ২৬ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

পূর্ণশক্তির দল নিয়েই বাংলাদেশে আসছে ভারত

Virat-Kohli-of-India1432110301

 অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান হলো। পূর্ণশক্তির দল নিয়েই বাংলাদেশ সফরে আসছে ভারত।
বুধবার বিরাট কোহলিকে অধিনায়ক করে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এদিন তিন ম্যাচ সিরিজের ওয়ানডে দলও ঘোষণা করেছে বিসিসিআই। ওয়ানডেতে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি। ওয়ানডে থাকবেন বিরাট কোহলিও। এ ছাড়া টেস্ট দলে ফিরেছেন স্পিনার হরভজন সিং। টেস্টে বাদ পড়েছেন রবীন্দ্র জাদেজা। 

বিশ্বকাপ ও আইপিএলের ক্লান্তি কাটিয়ে ওঠার অভিপ্রায়ে কোহলিসহ কিছু সিনিয়র খেলোয়াড় বাংলাদেশ সফরে বিশ্রাম চেয়েছিলেন। তবে বিদেশের মাটিতে ভারতের সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা ভালো নয়। গত অস্ট্রেলিয়া সফরে চার ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হারে ভারত। তাই বাংলাদেশ সফরে কোনো সিনিয়র খেলোয়াড়কেই বিশ্রাম রাখেননি নির্বাচকরা।

এদিকে ২০১৩  সালের পর থেকে জাতীয় দলের হয়ে কোনো টেস্ট খেলেননি হরভজন। তবে এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দারুণ পারফর্ম করছেন তিনি। তার দলও ফাইনালে উঠেছে। হরভজনের আইপিএলের পারফরম্যান্স নজর কাড়ে নির্বাচকদের। বাংলাদেশের ব্যাটিং শক্তি ও কন্ডিশনের কথা বিবেচনা করে দ্বিতীয় অফ স্পিনার হিসেবে তাকে টেস্ট দলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচক প্যানেলের চেয়ারম্যান সন্দীপ পাতিল। তিনি বলেন, ‘বাংলাদেশের ব্যাটিং শক্তি ও কন্ডিশনের কথা মাথায় রেখে দ্বিতীয় আরেকজন অফ স্পিনার প্রয়োজন ছিল।’

 

ভারতের টেস্ট দল : বিরাট কোহলি (অধিনায়ক), মুরলি বিজয়, শিখর ধাওয়ান, লুকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিং, করুণ শর্মা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, বরুণ অরুণ, ইশান্ত  শর্মা।

 

ভারতের ওয়ানডে দল : মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, মোহিত শর্মা, স্টুয়ার্ট বিনি, ধাওয়াল কুলকার্নি।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।