 শ্রম ও আবাসন আইন লঙ্ঘন করায় গত পাঁচ মাসে অন্তত তিন লাখ বিদেশিকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব।
শ্রম ও আবাসন আইন লঙ্ঘন করায় গত পাঁচ মাসে অন্তত তিন লাখ বিদেশিকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব।সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্প্রতি প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, প্রতিদিন প্রায় ২০০০ বিদেশিকে ফেরত পাঠানো হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আইন লঙ্ঘনকারীদের সৌদি থেকে বিতাড়িত করতে অভিযান অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ।
এদিকে সৌদি প্রবেশের চেষ্টাকালে সীমান্তরক্ষী বাহিনীর টহল টিম অন্তত নয় লাখ অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের ৮৪ শতাংশ দক্ষিণাঞ্চলীয় সীমান্ত দিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করে।
বর্তমানে ১৫ হাজার ৭৬৯ জন প্রত্যর্পণ কেন্দ্রে রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে নিজ নিজ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে।
সীমান্তরক্ষী বাহিনীর মুখপাত্র জেনারেল মোহাম্মেদ আল-ঘামদি বলেছেন, নতুন করে যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বাহিনীর কর্মকর্তারা তাদের টিম নিয়ে প্রস্তুত রয়েছেন।
প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি আরবে বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক শ্রমিক রয়েছেন। এ সব শ্রমিকের অনেকেই বৈধ কাগজপত্র ছাড়াই দেশটিতে অবস্থান করে আসছিলেন। চলমান অভিযানে বিপাকে পড়েছেন তারা।
 
			


 
									
			 ২০২১ ফেব্রুয়ারি ০৮  ০৮:৩১:১১
					 ২০২১ ফেব্রুয়ারি ০৮  ০৮:৩১:১১ 
					 ২০২০ জুলাই ২৮  ০৬:০২:৪৫
					 ২০২০ জুলাই ২৮  ০৬:০২:৪৫ 
					 ২০২০ জুন ২৭  ১১:১৮:৫৪
					 ২০২০ জুন ২৭  ১১:১৮:৫৪ 
					 ২০২০ জুন ২২  ১২:৫৩:২৯
					 ২০২০ জুন ২২  ১২:৫৩:২৯ 
					 ২০২০ মে ২৯  ০৫:৫৩:৩৫
					 ২০২০ মে ২৯  ০৫:৫৩:৩৫ 
					 ২০২০ মে ০৯  ০১:০৫:২৩
					 ২০২০ মে ০৯  ০১:০৫:২৩ 
					 ২০২০ মে ০৭  ০৫:০৩:৩০
					 ২০২০ মে ০৭  ০৫:০৩:৩০ 
					 ২০২০ মে ০৫  ১১:৫৩:৩৯
					 ২০২০ মে ০৫  ১১:৫৩:৩৯ 
					
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।