উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকার জনৈক ফিরোজ কামালের কলোনীতে এক মহিলা আত্বহত্যা করেছে। উক্ত মহিলার নাম বেবি আক্তার (২২)। তার স্বামীর নাম মোহাম্মদ সোহেল। তাদের বাড়ি চকরিয়া উপজেলার সোনারবাজার এলাকায়। গত ১০ মে সন্ধ্যা অনুমানিক পৌণে ৮টায় এ ঘটনা ঘটে। সূত্রে জানা গেছে, উক্ত মহিলা বিগত দুই মাস যাবৎ তার স্বামীর সহিত উল্লেখিত ভাড়াটিয়া কলোনীতে বসবাস করে আসছে। হঠাৎ উল্লেখিত সময়ে উক্ত মহিলাকে কক্ষের ছাদের ভীমের সহিত রশি পেঁচিয়ে গলা ফাঁস লাগিয়ে ঝুলে থাকে। স্থানীয় লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখে শোর-চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তৎক্ষণাৎ থানায় খবর দিলে থানার এস.আই প্রভাত কর্মকার ঘটনাস্থলে উপস্থিত হন। পরক্ষণে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান ও লোহাগাড়ার থানা ওসি তদন্ত মোহাম্মদ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন। পরে লাশ থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়। আগামীকাল সকালে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে বলে থানা সূত্রে জানা গেছে। তবে, স্থানীয়দের গুঞ্জনে জানা গেছে, ঘটনাটি রহস্যাবৃত। তাই সুষ্ঠ তদন্তের জন্য পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন। সংশ্লিষ্ট এস.আই জানান, ময়না তদন্তের ভিত্তিতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।