৪ অক্টোবর, ২০২৫ | ১৯ আশ্বিন, ১৪৩২ | ১১ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন

পদুয়া বাজার হকার ব্যবসায়ী সমিতির নির্বাচন-১৭


লোহাগাড়া উপজেলার প্রসিদ্ধ বাজার হিসেবে পদুয়া বাজার বেশ পরিচিত লাভ করেছে। পদুয়া বাজার হকার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন-১৭ আগামী ১৫ মে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আরম্ভ হতে যাচ্ছে। নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন পদুয়া ইউপির জননন্দিত চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম জহির। উক্ত নির্বাচনে সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন পদে প্রার্থীরা মনোনয়ন ফরম প্রধান নির্বাচন কমিশনার পদুয়া ইউপি চেয়ারম্যান জহির উদ্দীনের কাছে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে। বিভিন্ন পদে যারা প্রতিদ্বন্দিতা করছেন। তারা হলেন, সভাপতি পদে ৩ জন যথাক্রমে সাবেক সফল সভাপতি নুরুল ইসলাম সিকদার, মোহাম্মদ শওকত আলী শেখু, মোহাম্মদ মোছলেম উদ্দীন, সহ-সভাপতি পদে ৪ জন। তারা হলেন আবুল হাসেম, সমশুল ইসলাম, মোহাম্মদ জকরিয়া ও মোহাম্মদ ফরিদ, সাধারণ সম্পাদক পদে ৫ জন। তারা হলেন একরামুল হক বাদশা, আলমগীর, শব্বির আহমদ, মোহাম্মদ হারুনুর রশিদ ও তারেকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন হলেন, মোহাম্মদ সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন ও জামাল উদ্দীন, অর্থ সম্পাদক পদে ২ জন শেখ আহমদ ও জমির উদ্দীন প্রচার সম্পাদক পদে ২ জন। তারা হলেন, মোহাম্মদ মহি উদ্দীন ও মোহাম্মদ নাছির। সদস্য পদে ৫ জন তারা মোক্তার আহমদ, মোহাম্মদ নাজিম উদ্দীন টিপু, আবু বক্কর, আবু তাহের ও কাজ¦ী মোহাম্মদ শের আলী। সভাপতি পদপ্রার্থী নুরুল ইসলাম সিকদার জানিয়েছেন, তিনি পূর্বে সভাপতি পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। হকারদের পাশে সব সময় যেকোন যে কোন সমস্যায় ছুটে যেতেন। তিনি আশাবাদী হকাররা তাকে বিপুল ভোটে বিজয়ী করবেন। সহ সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ জকরিয়া বলেন, নির্বাচনে হার জিত থাকতে পারে। তবে, তিনি আশ^স্থ হয়ে বলেন, উক্ত নির্বাচনে সহ-সভাপতি পদে হকারদের বিপুল ভোটে নির্বাচিত লাভ করবেন। সাধারন সম্পাদক মোহাম্মদ আলমগীর বলেন, সাংবাদিক ভাই, হকারদের যে কোন সমস্যায় আমি ছুটে যেতাম। সমস্যা সমাধানে এগিয়ে আসতাম। হকারদের বিপুল ভোটে বিজয় লাভ করব ইনশাল্লাহ। প্রচার সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ নাছির উদ্দীন বলেন, হকারদের কল্যাণের জন্য তিনি নির্বাচনে প্রার্থী হয়েছেন। হকাররা তাকে বিজয়ী করবেন বলে তিনি নিশ্চিত। নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও পদুয়া ইউপির জননন্দিত চেয়ারম্যান মোহাম্মদ জহির উদ্দীন জহির বলেন, নির্বাচন অবাধ, সুষ্ট ও নিরপেক্ষ ভাবে অনুষ্টিত হবে। কোন প্রকার কারচুপি করার সুযোগ নাই। পদুয়া হকার ব্যবসায়ীদের প্রাণের সংগঠন হকার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে যারা বিজয়ী হবেন তারা হকারদের কল্যাণে সব সময় পাশে থাকবেন বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন। এদিকে পদুয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আবুল হাসেম উক্ত প্রতিনিধিকে জানিয়েছেন, বাজারের একজন ব্যবসায়ী হওয়া সত্বেও এ নির্বাচন সর্ম্পকে তিনি জানেন না। কিছু বাইরের লোককে হকার সমিতিতে অর্ন্তভুক্ত করেছে। এছাড়াও পদুয়া বাজারের অনেক হকার উক্ত সমিতিতে অর্ন্তভুক্ত হয়নি। সাধারণ ব্যবসায়ীরা খুব বেশি সঙ্কিত ও চিন্তিত বলেও তিনি জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।