২৮ আগস্ট, ২০২৫ | ১৩ ভাদ্র, ১৪৩২ | ৪ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫

পত্রিকার হকারদের ঘরে ঘরে গিয়ে খাদ্য পৌঁছালেন ডিসি কামাল হোসেন

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী: সব খবরাখবর মানুষের দ্বোরগোড়ায় পৌঁছাতে যারা নিরন্তর পরিশ্রম করেন, তারা হলো পত্রিকার হকার। চলমান করোনা ভাইরাসজনিত ভয়াবহ সংকটে তারাও পড়েছে চরম খাদ্য সংকটে। এ দুর্দিনে কক্সবাজার জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা পত্রিকার হকারদের ঘরে ঘরে গিয়ে তাদের খোঁজ খবর নিয়ে খাদ্য সহায়তা প্রদান করেছে।

বৃহস্পতিবার ২ এপ্রিল পত্রিকার হকারদের ঘরে ঘরে গিয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন ত্রাণ পৌঁছাতে দেখে অবাক হয়ে যায় পত্রিকার হকার ও তাদের পরিবারের সদস্যরা। কক্সবাজার সংবাদপত্র হকার ইউনিয়নের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন ও প্রবীণ হকার স্বপন এ সংকটে শত ব্যস্ততার মাঝেও তাদের ঘরে ঘরে এসে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা খোঁজ খবর নেওয়ায় তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

হকারদের কৃতজ্ঞতা প্রকাশের জবাবে ডিসি মোঃ কামাল হোসেন বলেন, আপনারা বছরের প্রতিদিন মাথার ঘাম পায়ে ফেলে আমাদের কাছে সংবাদপত্র পৌঁছাও, আপনারাই সকল তথ্যের বাহক। আর নাহয়, একদিন আপনাদের পরিবারের খোঁজ নিতে আসলাম। এটা আমাদের দায়িত্ব, আপনাদের প্রতি কোন করুনা নয়। এসময় অন্যান্যের মধ্যে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব-উপসচিব) মোহাম্মদ আশরাফুল আফসার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।