১৮ জুলাই, ২০২৫ | ৩ শ্রাবণ, ১৪৩২ | ২২ মহর্‌রম, ১৪৪৭


শিরোনাম
  ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ   ●  বিয়ের তিন মাসেই সড়কে প্রাণ গেল হলদিয়ার জুনাইদের   ●  চুনোপুঁটি ধরলেও অধরা রাঘববোয়ালরা

নেদারল্যান্ডে ২০ লাখ ডলারের পণ্য রপ্তানি করবে প্রাণ

ইউরোপের দেশ নেদারল্যান্ডে পণ্য রপ্তানি লক্ষ্যে সেখানকার জনপ্রিয় চেইন শপ অ্যাঞ্জেল ফরেন ফুড গ্রুপের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ।

বুধবার রাজধানীর প্রাণ-আরএফএল সেন্টারে এ চুক্তি সম্পাদিত হয়। প্রাণ এর ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা ও অ্যাঞ্জেল ফরেন ফুড গ্রুপের প্রধান নির্বাহী উইম অ্যাঞ্জেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায়, অ্যাঞ্জেল ফরেন ফুড গ্রুপ চলতি বছরে ২০ লাখ ইউএস ডলার সমমূল্যের বিভিন্ন পণ্য ক্রয় করবে। এসব পণ্যের মধ্যে থাকছে নুডল্স, জুস ও বিভিন্ন কনফেকশনারি পণ্য।

ইলিয়াছ মৃধা জানান, ইউরোপের বিভিন্ন দেশে প্রাণ পণ্যের চাহিদা ক্রমাগত বাড়ছে। এই চুক্তির ফলে এখন নেদারল্যান্ডে প্রাণ পণ্য সহজলভ্য হবে। নেদারল্যান্ড ছাড়াও ফ্রান্স, ইটালি, গ্রীস, সাইপ্রাস, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্নদেশে প্রাণ পণ্য নিয়মিত রপ্তানি হচ্ছে বলে আরো জানান তিনি।

উইম অ্যাঞ্জেল জানান, প্রাণ বাংলাদেশের সুবিদিত খাদ্যপণ্য উৎপাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। বর্হিবিশ্বে প্রাণ এর সুনাম রয়েছে। নেদারল্যান্ডে প্রাণ পণ্য আরো জনপ্রিয় হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে প্রাণ এর অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (রপ্তানি) গোলাম রসুল, অ্যাসিসটেন্ট ম্যানেজার (রপ্তানি) মাহমুদুল হাসানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বতর্মানে প্রাণ এর পণ্য বিশ্বের ১৩৪টি দেশে রপ্তানি হচ্ছে। ২০১৫-১৬ অর্থবছরে প্রায় ১৮৪ মিলিয়ন ইউএস ডলার সমমূল্যের বিভিন্ন পণ্য রপ্তানি করেছে প্রাণ গ্রুপ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।