৯ সেপ্টেম্বর, ২০২৫ | ২৫ ভাদ্র, ১৪৩২ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!

নেতাকর্মীদের ঈমানী চেতনার মশাল হাতে প্রত্যন্ত জনপদে ছড়িয়ে পড়তে হবে


বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি সৌদি আরব কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা আবদুল খালেক নিজামী বলেছেন, খালিস-মুখলিস আল্লাহওয়ালাদের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ ছাত্রজনতার আদর্শিক ঠিকানা। সকল প্রকার বাঁধার প্রাচীর ভেদ করে, অলসতার নিদ্রা ভেঙে ইসলামী নেজাম প্রতিষ্ঠার ব্রত নিয়ে ইসলামী ছাত্রসমাজের সাবেক-বর্তমান নেতাকর্মীদের ঈমানী চেতনার মশাল হাতে প্রত্যন্ত জনপদে ছড়িয়ে পড়তে হবে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকালে কক্সবাজার জেলা ইসলামী ছাত্রসমাজের প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন আলহাজ্ব মাওলানা আবদুল খালেক নিজামী।
তাঁর স্বদেশ সফর উপলক্ষে সংগঠনের প্রাক্তন-বর্তমান দায়িত্বশীলদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শহরের এক অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে এ প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- সাবেক জেলা সভাপতি ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা সভাপতি মাওলানা হাফেজ ছালামত উল্লাহ, সাবেক কেন্দ্রীয় সংগঠন সচিব জেলা নেজামে ইসলাম পর্টির সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ ইয়াছিন হাবীব, শহর ইসলামী ছাত্রসমাজের সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী মুহাম্মদ আখতার উদ্দিন হেলালী, সাবেক কেন্দ্রীয় নেতা এস. মোহাম্মদ হোসেন, জেলা নেজামে ইসলাম পার্টির যুগ্ম-সম্পাদক মাওলানা আবদুচ্ছালাম কুদছী, মাওলানা আবদুর রহমান জিহাদী, মাওলানা মাহবুবুল্লাহ নোমানী।
সাবেক জেলা সভাপতি মাওলানা নুরুল হক চকোরীর স্বাগত বক্তব্যে শুরু হওয়া এ সভায় প্রাক্তন নেতাদের মধ্য থেকে আরো বক্তৃতা করেন- মাওলানা হাসান দিদার, মাওলানা খালেদ সাইফী, মাওলানা হাফেজ মোহাম্মদ সালেম, মাওলানা সাইফুল ইসলাম সাইফী, মাওলানা হুমায়ুন কবির, হাফেজ দেলাওয়ার হোসাইন, মোতাহেরুল ইসলাম তাহের, হাফেজ আবুল খাইর, মোহাম্মদ আলম।
জেলা সহ-সভাপতি মোহাম্মদ ইউছুফ মক্কীর পরিচালনায় বর্তমান নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন রামু উপজেলা সভাপতি মুহাম্মদ দিদারুল আলম, ছাত্রনেতা মোহাম্মদ আবদুল করিম, মনজুর বিন মুসা, মোহাম্মদ অলিউল্লাহ প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।