৭ মে, ২০২৫ | ২৪ বৈশাখ, ১৪৩২ | ৮ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা

নেতাকর্মীদের ঈমানী চেতনার মশাল হাতে প্রত্যন্ত জনপদে ছড়িয়ে পড়তে হবে


বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি সৌদি আরব কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা আবদুল খালেক নিজামী বলেছেন, খালিস-মুখলিস আল্লাহওয়ালাদের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ ছাত্রজনতার আদর্শিক ঠিকানা। সকল প্রকার বাঁধার প্রাচীর ভেদ করে, অলসতার নিদ্রা ভেঙে ইসলামী নেজাম প্রতিষ্ঠার ব্রত নিয়ে ইসলামী ছাত্রসমাজের সাবেক-বর্তমান নেতাকর্মীদের ঈমানী চেতনার মশাল হাতে প্রত্যন্ত জনপদে ছড়িয়ে পড়তে হবে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকালে কক্সবাজার জেলা ইসলামী ছাত্রসমাজের প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন আলহাজ্ব মাওলানা আবদুল খালেক নিজামী।
তাঁর স্বদেশ সফর উপলক্ষে সংগঠনের প্রাক্তন-বর্তমান দায়িত্বশীলদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শহরের এক অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে এ প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- সাবেক জেলা সভাপতি ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা সভাপতি মাওলানা হাফেজ ছালামত উল্লাহ, সাবেক কেন্দ্রীয় সংগঠন সচিব জেলা নেজামে ইসলাম পর্টির সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ ইয়াছিন হাবীব, শহর ইসলামী ছাত্রসমাজের সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী মুহাম্মদ আখতার উদ্দিন হেলালী, সাবেক কেন্দ্রীয় নেতা এস. মোহাম্মদ হোসেন, জেলা নেজামে ইসলাম পার্টির যুগ্ম-সম্পাদক মাওলানা আবদুচ্ছালাম কুদছী, মাওলানা আবদুর রহমান জিহাদী, মাওলানা মাহবুবুল্লাহ নোমানী।
সাবেক জেলা সভাপতি মাওলানা নুরুল হক চকোরীর স্বাগত বক্তব্যে শুরু হওয়া এ সভায় প্রাক্তন নেতাদের মধ্য থেকে আরো বক্তৃতা করেন- মাওলানা হাসান দিদার, মাওলানা খালেদ সাইফী, মাওলানা হাফেজ মোহাম্মদ সালেম, মাওলানা সাইফুল ইসলাম সাইফী, মাওলানা হুমায়ুন কবির, হাফেজ দেলাওয়ার হোসাইন, মোতাহেরুল ইসলাম তাহের, হাফেজ আবুল খাইর, মোহাম্মদ আলম।
জেলা সহ-সভাপতি মোহাম্মদ ইউছুফ মক্কীর পরিচালনায় বর্তমান নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন রামু উপজেলা সভাপতি মুহাম্মদ দিদারুল আলম, ছাত্রনেতা মোহাম্মদ আবদুল করিম, মনজুর বিন মুসা, মোহাম্মদ অলিউল্লাহ প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।