২৮ সেপ্টেম্বর, ২০২৫ | ১৩ আশ্বিন, ১৪৩২ | ৫ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন

“নূরসানা মোর্শেদ পিউলির বৃত্তি লাভ”

পাবনা জেলার পলাশ ক্যাডেট স্কুল এর ক্যাম্পাস-১ থেকে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন (বিকেএ) কর্তৃক আয়োজিত ২০২৪ সালের মেধাবৃত্তি পরীক্ষায় পাবনা জেলা থেকে অংশ নিয়ে সাধারণ বৃত্তি পেয়েছে ২য় শ্রেণীর শিক্ষার্থী নূরসানা মোর্শেদ পিউলি।মেধাবী ওই শিক্ষার্থী নিয়মিত পড়ালেখা করে এ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে। ভাল ফলাফল অর্জনের পেছনে শিক্ষক-শিক্ষিকা বাবা ও বিশেষ করে মায়ের অবদান বেশি বলে জানিয়েছে পিউলি। ফলাফলের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং পড়ালেখা করে একজন আদর্শ মানুষ হতে সবার দোয়া কামনা করেছে। পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে উক্ত মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়।এতে পাবনা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৭ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। গত ১২-১২-২০২৪ তারিখে এই মেধাবৃত্তির ফলাফল প্রকাশ করা হয়। পিউলি ছোট থেকেই পড়া লেখার পাশাপাশি বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে জড়িত রয়েছে বলে জানা যায়,সে নিয়মিত গান,আবৃত্তি ও নৃত্য চর্চা করে। উপজেলা ও জেলা পর্যায়ে তার বিভিন্ন অর্জন রয়েছে। সেই বাংলাদেশ বেতার কক্সবাজার এর সদস্য। পিউলি কক্সবাজারের সন্তান। তার বাড়ি কক্সবাজার সদর বিজিবি ক্যাম্প সিকদার পাড়া।

পিউলির পিতা মোর্শেদুল আলম রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক,জোনাল কার্যালয় পাবনাতে সিনিয়র প্রিন্সিপাল অফিসার(এসপিও), মাতা রোকসানা আক্তার রুবি সিকদার একজন গৃহিণী। তার কৃতিত্বপূর্ণ ফলাফলে শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটিসহ পরিবারের  সবাই আনন্দিত।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।