১৯ আগস্ট, ২০২৫ | ৪ ভাদ্র, ১৪৩২ | ২৪ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

নিরাপদ পানি নিশ্চিতের উপর গুরুত্বারোপ করে কক্সবাজারে নানা আয়োজনে বিশ্ব পানি দিবস পালিত

সংবাদ বিজ্ঞপ্তি :
ভূ-গর্ভের পানি অতিমাত্রায় উত্তোলনের কারণে পর্যটন নগরী কক্সবাজারে দিন দিন পানির স্তর নিচে নেমে যাচ্ছে। বাড়ছে ভূ-গর্ভস্থলে লবণাক্ততা। ফলে এ অঞ্চলে সুপেয় পানির সংকট তীব্র আকার ধারণ করছে। এতে প্রাকৃতিক পরিবেশ ও ইকোসিস্টেমের ওপর চরমভাবে প্রভাব পড়তে পারে।
শুধু তাই নয়, এ অবস্থা চলতে থাকলে এতোদাঞ্চলে বাড়তে পারে পানিবাহিত বিভিন্ন রোগ। ফলে স্থানীয়দের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হওয়ার পাশাপাশি এর প্রভাব পড়তে পারে কক্সবাজারের পর্যটন শিল্পেও।
বিশেষ করে শুস্ক মৌসুমে এ পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশংকা করছেন পানি বিশেষজ্ঞরা। এমন বাস্তবতায় বৃষ্টির পানি হার্ভেস্টিং কিংবা সাগরের লবণ পানি পরিশোধন করে সুপেয় পানি সংকট সমাধানের পদক্ষেপ নেয়ার উপর গুরুত্বারোপ করে কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে।
“শান্তির জন্য পানি” এই প্রতিপাদ্যে সোমবার বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এর ওয়াশ অফিসার সাজেদা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আক্তার কামাল আজাদ, ইউনিসেফের ওয়াস স্পেশালিস্ট জাহিদ মামুন, ডিএসকে’র যুগ্ম পরিচালক আলমগীর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম, প্রকৌশলী আবুল মানজুর, স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বয়ক ডা. সুকন্যা প্রীতি, হাইসাওয়ার প্রোগ্রাম ম্যানেজার এনামুল হক মন্ডল, ইউনিসেফের ওয়াশ অফিসার আইনুল হুদা বক্তব্য রাখেন।
পুরো আয়োজনে যৌথভাবে অংশ নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে), হাইসাওয়া, ব্র্যাক, কেয়ার বাংলাদেশ, ভার্ক, আইডিই, এনজিও ফোরাম, অক্সপাম, ওয়ার্ল্ড ভিশন ও রেড ক্রিসেন্ট সোসাইটির সংশ্লিষ্ট কর্মকর্তাগণ পানি নিয়ে আলাদাভাবে নিজেদের মাঠ জরিপের পর্যবেক্ষণ প্রেজেন্টেশন আকারে উপস্থাপন করে।
প্রসঙ্গত: কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ড সমিতি পাড়াসহ জেলার পানি সংকটে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে কাজ করছে উল্লেখিত বেসরকারি সব সংস্থা। যাদের আর্থিক সহযোগিতা দিচ্ছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ, কক্সবাজার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।