১৬ সেপ্টেম্বর, ২০২৫ | ১ আশ্বিন, ১৪৩২ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

‘নাসিরপুরে জঙ্গি আস্তানায় ৭/৮ জন নিহত’

মৌলভীবাজারের নাসিরপুরে জঙ্গি আস্তানায় সোয়াটের `অপরাশেন হিট ব্যাক’ শেষ হয়েছে। এ অভিযানের সময় আত্মঘাতী বিস্ফোরণে ৭/৮ জঙ্গি নিহত হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

সোয়াটের অপরাশেন শেষে বৃহস্পতিবার বিকালে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে বলেন, অভিযান শেষে ওই ভবনে গিয়ে দেখা যায়, সেখানে মানবদেহের ছিন্ন-বিচ্ছিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা সবাই আত্মঘাতী বিস্ফোরণে নিহত হয়েছেন।

মনিরুল বলেন, ভবনের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব অংশ দেখে মনে হয়েছে নারীসহ সাত থেকে আটজনের দেহের অংশবিশেষ হতে পারে। সেখান থেকে দুর্গন্ধ বের হচ্ছিল।

মনিরুল বলেন, নিহতরা সবাই নব্য জেএমবির সদস্য। ধারণা করা হচ্ছে, বুধবার সোয়াট অভিযান শুরু করার পর পালিয়ে যাওয়ার পথ না পেয়ে তারা বোমার বিস্ফোরণ ঘটিয়ে আত্মহনন করেছে।

এক প্রশ্নের জবাবে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান বলেন, বাসার তত্ত্বাবধায়কের তথ্যমতে ওই ভবনে নিহত ব্যক্তিরা সবাই একই পরিবারের সদস্য।

উল্লেখ্য, বুধবার ভোর সাড়ে ৫টা থেকে মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকার একটি দোতলা বাড়ি এবং সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার নাসিরপুরের একতলা একটি বাড়িতে জঙ্গি আস্তানার সন্ধান পায় আইনশৃংখলা বাহিনী।

এই দুই বাড়ির মধ্যে দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। বাড়ি দুটি লন্ডন প্রবাসী সাইফুল ইসলামের। দুটো বাড়িই ভাড়া দেয়া।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।