
সহিংসতা যেন থামছেই না ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে। শুক্রবার ভোরে সেখানকার হিন্দু পল্লীর পাঁচটি ঘরে আবারো আগুন দিয়েছে দুর্বৃত্তরা। যদিও পুলিশের দাবি, পুড়ে যাওয়া সবই গোয়াল ও রান্নাঘর। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জেলার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল করিম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে কে বা কারা উপজেলা সদরের পশ্চিমপাড়া এলাকায় সংখ্যালঘুদের পাঁচটি গোয়াল ও রান্নাঘরে আগুন দিয়ে পালিয়ে যায় এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সেটি খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর ফেসবুকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ তুলে হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকটি ধর্মীয় উপাসনালয় ও শতাধিক ঘরবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর এবং লুটপাট করে দুষ্কৃতকারীরা। পরে পুলিশ কয়েকজনকে গ্রেফতারও করে।
এ ঘটনায় রসরাজ নামে একজনকে গ্রেফতার করে পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
			
									
			
					 ২০২১ ফেব্রুয়ারি ০৮  ০৮:৩১:১১ 
					
					 ২০২০ জুলাই ২৮  ০৬:০২:৪৫ 
					
					 ২০২০ জুন ২৭  ১১:১৮:৫৪ 
					
					 ২০২০ জুন ২২  ১২:৫৩:২৯ 
					
					 ২০২০ মে ২৯  ০৫:৫৩:৩৫ 
					
					 ২০২০ মে ০৯  ০১:০৫:২৩ 
					
					 ২০২০ মে ০৭  ০৫:০৩:৩০ 
					
					 ২০২০ মে ০৫  ১১:৫৩:৩৯ 
					
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।