১৭ অক্টোবর, ২০২৫ | ১ কার্তিক, ১৪৩২ | ২৪ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

নাফনদে দুই সহোদর শিশুর মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে দুই সহোদর শিশু কেওড়া ফল আনতে গেলে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। তারা হলেন-টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের আবু আহমদের দুই ছেলে মো. উসমান ও মো. জিহাদ।

শুক্রবার ( ৬ সেপ্টেম্বর) টেকনাফের নাফনদী হ্নীলা হোয়াব্রাং এলাকার মধ্যবর্তী কেওড়া বাগানের পাশের খাদে দুই শিশুর মৃতদেহ পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী।

তিনি জানান, হ্নীলার ওয়াব্রাং এলাকা দিয়ে নাফনদীতে কেওড়া ফল আনতে গেলে দুই সহোদর শিশু পানিতে ডুবে গেলে তাদের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।পরে নিহত শিশুদের পরিবারের সদস্যরা তাদেরকে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছেন।

নিহত দুই সহোদর শিশুর পিতা আবু আহমেদ জানান, তার দুই শিশু সন্তান বেলা ১১ টার দিকে বাড়ি থেকে বের হয়ে নাফনদীর দিকে যায়।পরে তারা সাঁতার কেটে কেওড়া ফল নিতে গেলে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে তিনি জেনেছেন। এ ঘটনার খবর পেয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এবং চেয়ারম্যানের অনুমতি নিয়ে লাশ দাপন করা হয় বলে তিনি জানান।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি জানান, নাফনদীতে দুই সহোদর শিশুর মৃত্যুের ঘটনাটি জেনেছি।পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।