১১ সেপ্টেম্বর, ২০২৫ | ২৭ ভাদ্র, ১৪৩২ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

নাফ নদী থেকে ৫ লাখ পিস ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে ৫ লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে কোস্ট গার্ড।

শনিবার ভোরে কোস্ট গার্ডের টহলদল শাহপরীর দ্বীপের জেটির অদূরে নাফ নদীর মোহনা থেকে এসব ইয়াবা জব্দ করে। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

দুপুরে টেকনাফ কোস্ট গার্ড কার্যালয়ে সাংবাদিকদের জানানো হয়, মিয়ানমার থেকে ইয়াবার চালান আসার গোপন সংবাদে গভীর রাতে শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এবং নাইক্যংদিয়া সংলগ্ন নাফ নদীতে অবস্থান নেয় কোস্ট গার্ড টেকনাফ সিজি স্টেশন কমান্ডর লে. কমান্ডার তাসকিন রেজার নেতৃত্বে একটি দল।

এসময় একটি নৌকা নাফ নদীর বাংলাদেশ অংশের তীরবর্তী এলাকায় দেখে কোস্ট গার্ড সদস্যরা নৌকাটিকে থামতে বলে।

তাদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দ্রুতবেগে নদী থেকে নৌকা যোগে তীরের দিকে পালিয়ে যাওযার চেষ্টা করে।

কিন্তু কোস্ট গার্ডের তৎপরতায় অবস্থা বেগতিক দেখে পাচারকারীরা নদীর তীরে নৌকা ভিড়িয়ে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড ওই নৌকা তল্লাশি চালিয়ে সাতটি বস্তাসহ নৌকাটি জব্দ করে।

বস্তা খুলে গণনার পর ৫ লাখ পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার করা ইয়াবা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কাছে হস্তান্তর করা হচ্ছে বলে জানান কোস্ট গার্ডের পূর্ব জোনের টেকনাফ সিজি স্টেশান কমান্ডার লে. কমান্ডার তাসকিন রেজা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।