নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ৮ ১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক করেছ।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেনের দিক নির্দেশনায় অভিযান পরিচালনা করেন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ দেলোয়ার হোসেন।
এসময় এসআই মোঃআল আমিন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ৮ সেপ্টেম্বররাত সাড়ে ৭ টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার টিভি টাওয়ারের পূর্ব পাশে ইয়াহিয়া গার্ডেনের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে তল্লাশী কালে ৮১০পিস ইয়াবাসহ উক্ত পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে।
উদ্ধারকৃত ইয়াবার মূল্য ২ লাখ ৪৩ হাজার টাকা।
আটক মাদক কারবারি মাহবুবুর রহমান (৩৬) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ার দিঘী এলাকার বদরুদ্দোজার ছেলে।এ সংক্রান্তে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন,থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।
তিনি আরো বলেন মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।