বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দোছড়ির গহীন অরণ্যের কুলাচি এলাকা থেকে দুটি একনলা বন্দুক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গত রোববার রাতে বিজিবির নাইক্ষ্যংছড়িস্থ ৩১ ব্যাটালিয়নের আওতাধীন লেম্বুছড়ি সীমান্ত ফাঁড়ির সুবেদার বাকী বিল্লাহ এ অভিযান পরিচালনা করেন। তবে বিজিবি সদস্যের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা অস্ত্র পেলে চলে যায় বলে দাবি করেছেন তাঁরা।
৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আনোয়ারুল আযীম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘সন্ত্রাসী তৎপরতা দমন ও অস্ত্রসহ মাদক চোরাচালান বন্ধে বিজিবির চলমান অভিযান অব্যাহত থাকবে।’
নাইক্ষ্যংছড়ি থানার ওসি তৌহিদ কবির বলেন, ‘সোমবার সকালে বিজিবি কর্তৃক উদ্ধারকৃত অস্ত্র দুটি থানায় হস্তান্তর করা হয়েছে।’
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।