নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশে সহায়তাকারী ছয় দালালকে গ্রেফতার করে পুলিশে দিয়েছে বিজিবি। রোববার সন্ধ্যায় গ্রেফতারদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করে বিজিবি ।
গ্রেফতাররা হলেন টেকনাফ কেরনতলী এলাকার নুরুল কবিরের ছেলে আজিজুল হক (২২), গোদারবিল গ্রামের মো. সিরাজের ছেলে রিয়াজ (৪৫), নুরুল হকের ছেলে মো. নাছির (৩২), ফিরোজ উদ্দিনের ছেলে ওয়াজ উদ্দিন (২২), শাহপরীরদ্বীপ এলাকার মৃত হোসেনের ছেলে রহমত উল্লাহ (৫০) ও আবদুল গফুরের ছেলে মো. হোসেন (৩৫)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ৬ দালালকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিয়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে রোহিঙ্গা নাগরিকদের অনুপ্রবেশ করাতো বলে বিজিবির কাছে স্বীকার করেছে তারা।
নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির বলেন, আটকদের থানায় হস্তান্তর করেছে বিজিবি। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।