১৫ মে, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩২ | ১৬ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র

নাইক্ষ্যংছড়িতে ৬ রোহিঙ্গা দালাল গ্রেফতার

নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশে সহায়তাকারী ছয় দালালকে গ্রেফতার করে পুলিশে দিয়েছে বিজিবি। রোববার সন্ধ্যায় গ্রেফতারদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করে বিজিবি ।

গ্রেফতাররা হলেন টেকনাফ কেরনতলী এলাকার নুরুল কবিরের ছেলে আজিজুল হক (২২), গোদারবিল গ্রামের মো. সিরাজের ছেলে রিয়াজ (৪৫), নুরুল হকের ছেলে মো. নাছির (৩২), ফিরোজ উদ্দিনের ছেলে ওয়াজ উদ্দিন (২২), শাহপরীরদ্বীপ এলাকার মৃত হোসেনের ছেলে রহমত উল্লাহ (৫০) ও আবদুল গফুরের ছেলে মো. হোসেন (৩৫)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ৬ দালালকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিয়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে রোহিঙ্গা নাগরিকদের অনুপ্রবেশ করাতো বলে বিজিবির কাছে স্বীকার করেছে তারা।

নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির বলেন, আটকদের থানায় হস্তান্তর করেছে বিজিবি। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।